সিলেটবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারি ইস্যুতে ছাত্র জমিয়তের বিবৃতি

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দেশের কওমী মাদরাসাসমূহের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ । বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান ৷
ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্তৃক প্রচারিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমে শিক্ষা বিভাগের কিছু দায়িত্বশীল কর্তৃক হয়রানির শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের কিছু দাবিদাওয়া নিয়ে বিগত দুদিন যাবত শান্তিপূর্ণভাবে মাদ্রাসার অভ্যন্তরে অবস্থান করছে । তারা তাদের দবিসমূহ মাদরাসার যথাযথ কর্তৃপক্ষের কাছে আলোচনার মাধ্যমে উপস্থাপন করেছে ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছেন । এটি একান্তই মাদরাসার অভ্যন্তরীণ ব্যাপার, যা মাদরাসা কর্তৃপক্ষই শান্তিপূর্ণ সমাধানের সামর্থ্য রাখেন ।

কিন্তু সরকার হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষের কোনরুপ আবেদন ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে মাদরাসাটি বন্ধের প্রজ্ঞাপন জারি করে কওমী মাদরাসার স্বকীয়তায় হস্তক্ষেপ করেছে ৷ যা শিক্ষার্থীদের দাবি আদায়ের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে ৷ এদিকে আগামী ২০ সেপ্টেম্বর দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে ৷ সরকারের এ অযৌক্তিক সিদ্ধান্ত মাদরাসাটির অসংখ্য পরীক্ষার্থীদের চরম অনিশ্চিতয়তার দিকে ঠেলে দিবে ৷ যা কখনোই মেনে নেয়া যায়না ৷ আমরা মাদরাসা বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি ৷ এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থীদের যৌক্তিক দাবীদাওয়া মেনে নেয়ার আহ্বান করছি ৷