সিলেট রিপোর্ট ডেস্ক :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা বলেছেন, একুশের এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। একুশ আমাদের অহংকার। একুশের পথ ধরে মহান মুক্তিযুদ্ধ এসেছে। একুশ এবং মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত করতে হবে আগামী প্রজন্মের রক্তে। সকল ক্ষেত্রে বাংলা চর্চা চালু করতে হবে। রবিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি কবি, মুহিত চৌধুরী এসব কথা বলেন।
সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, পরিচালনায় এ সময় আরো বক্তব্যে রাখেন,
সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে. এ. রহিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু,নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সাধারণ সদস্যদের মাঝে উপসস্থিত থেকে বক্তব্যে রাখেন মো.কামাল আহমদ ও আব্দুল হাছিব।
এছাড়া অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন,এম,এ ওয়াহিদ চৌধুরী,জসিম উদ্দিন, আলমগীর আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নির্বাহি সদস্য মাহমুদ হোসেন খান।