সিলেট ১৬ই আগস্ট, ২০২২ ইং | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১
সিলেট রিপোর্ট :
হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় বরুণা মাদরাসার ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বরুনা মাদরাসা।
কুতবে দাওরান হযরত শায়খে বরুণী রহ.’র প্রতিষ্ঠিত, ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ.র স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার শিক্ষার্থীরা কওমী মাদরাসার সর্বোচ্চ বোর্ড আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ এর অধীনে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় অংশগ্রহণ করে (হাইআতুল উলইয়ার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী) গত বছরগুলোর ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে এবারও মৌলভীবাজার জেলায় সাফল্যের শীর্ষে ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। মুমতায (স্টার মার্ক), জায়্যিদ জিদ্দান (A+)সহ পাশের হার হয়েছে ৮৩%।
জামিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর অক্লান্ত পরিশ্রম আর সুদূরপ্রসারী পরিকল্পনার ফলশ্রুতিতে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশ-বিদেশের দাতা ভাই-বোনসহ যাদের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি সফলতার দিকে এগিয়ে চলছে। এজন্য জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
রাব্বে কা
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com