সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১
মো. ইব্রাহীম খান
শতাব্দীর পর শতাব্দী এই উপমহাদেশে
হিন্দু মুসলমানের বসবাস ঐক্যের বেশে।
যুগে যুগে হয়েছে অমিল, কখনো দাঙ্গা
আদর্শিক নেতৃত্বে আবার সব চাঙা।
মদিনার সনদ বিশ্ব মানবতার দলিল
রাসুল(সাঃ) চিন্তায় অশান্তির নির্মুল ।
রাসুলের বাণীতে বিশ্ব মানবতার ডাক
তাতে নেই কোন খাদ, কিংবা ফাঁক ।
ইসলাম উদার ধর্ম , সহিষ্ণু পর ধর্মে
তবুও কে বা কারা মাতে অপকর্মে।
এই দেশের আলো বাতাস মা ও মাটি
সকল ধর্মের মানুষের জন্যে সমান খাঁটি ।
ধর্মের নামে সহিংসতা প্রতিরোধে
আমরা সবাই কাজ করি শোধবোধে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com