সিলেট ১৫ই মে, ২০২২ ইং | ১লা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
সিলেট রিপোর্ট : শায়খুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান (পীর সাহেব বরুণা) রহ -এর সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গড়ে ওঠা— ফেদায়ে ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩এপ্রিল) বিকেল ৫টায় ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আফজল হুসাইনের পরিচালনায় মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে প্রায় দুইশতাধিক পথচারী, দিনমজুর ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সহ-সভাপতি মুফতি কামরুল ইসলাম, মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা সুহাইব আল বরুণী, মিডিয়া সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, অর্থ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা, সদস্য আবুল বাশার মুনাইম প্রমূখ।
উল্লেখ্য যে, ২০২১ সালে শায়খুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান রহ.- (পীর সাহেব বরুণা) এর সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com