সিলেটবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে তোলপাড়: নুনু’র পক্ষে মামলা, ‘কাঠগড়ায়’ মুহিব

Ruhul Amin
আগস্ট ৩১, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া ও পৌর মেয়র মুহিবুর রহমানের ভার্চ্যুয়াল লড়াইয়ে হঠাৎ আলোচনায় সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ। এতদিন দু’নেতার মধ্যে ভার্চ্যুয়াল লড়াই চলেছে। এমনকি একে অপরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষও করেছেন। এ লড়াইয়ে বিব্রত ছিলেন বিশ্বনাথের রাজনীতিবিদরা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সেই লড়াই বর্তমানে আদালত পর্যন্ত গড়িয়েছে। গতকাল বুধবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক পৌর মেয়র মুহিবুর রহমানকে আসামি করে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই’র কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন। বিশ্বনাথ আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, পৌর মেয়র মুহিবুর রহমান আওয়ামী লীগের কেউ না। একসময় জাতীয় পার্টির নেতা ছিলেন। এরপরও তিনি নিজেকে আওয়ামী লীগ নেতা দাবি করে বিশ্বনাথ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি কটাক্ষ করে যাচ্ছিলেন। তার এসব কর্মকাণ্ডে বিশ্বনাথের জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তারাও বিব্রত। এ অবস্থায় তিনি বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকেও কটাক্ষ শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন।

 

এ নিয়ে বিশ্বনাথে উত্তেজনাও বিরাজ করছে। গত মঙ্গলবার এস এম নুনু মিয়ার পক্ষে মুহিবুর রহমানের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক। মামলায় মুহিবুর রহমান ছাড়াও আরও ৩ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার আদালতে মামলার শুনানি হয়। আইনজীবী আজিজুর রহমান সুমন মানবজমিনকে জানিয়েছেন, আদালতে মামলা দায়েরের সময় আমরা প্রমাণাদিও দাখিল করেছি। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, মামলার শুনানিতে আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইইউ শহীদুল ইসলাম শাহীন, সিনিয়র আইনজীবী ও পিপি শাহ মশাহিদ আলী ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম এহিয়া চৌধুরীও উপস্থিত ছিলেন।  এদিকে আদালতে দায়ের করা অভিযোগে মামলার বাদী নুরুল হক উল্লেখ করেছেন- অভিযুক্ত পৌর মেয়র মুহিবুর রহমান একজন পরনিন্দাকারী, কুৎসা রটনাকারী, মিথ্যা তথ্য ও খবর প্রচারকারী হিসেবে পরিচিত। এ কারণেই পৌর মেয়র মুহিবুর রহমান গত উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন জায়গায় নানা কুৎসা রটনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় পৌর মেয়র মুহিবুর রহমান নিজের ফেসবুক আইডি (মেয়র মুহিবুর রহমান) তে উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়াকে নিয়ে মিথ্যা, নীতিভ্রষ্ট, অসৎ উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য প্রচার করেছেন। এজাহারে আরও উল্লেখ- উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া ছাড়াও রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে এলাকার শান্তিশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন পৌর মেয়র মুহিবুর রহমান। এ ছাড়া তিনি অজ্ঞাত আরও কয়েকজনের সহযোগিতায় মিথ্যা, বানোয়াট, নীতিভ্রষ্ট, অসত্য, মানহানিকর বক্তব্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে সবার সামনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সম্মাহানি করেছেন। এতে নুনু মিয়াসহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়েছে। আর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন্ন হওয়ার কারণে বাদী স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা হওয়ায় পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলায় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল ও যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনকে সাক্ষী রাখা হয়েছে। মামলার বাদী নুরুল হক জানিয়েছেন, মেয়র লাইভে গিয়ে উপজেলা চেয়ারম্যানকে গালিগালাজ করেন। বিশ্বনাথ আওয়ামী লীগ নেতাদের অযোগ্য বলে গালি দিয়েছেন। তিনি মূলত আওয়ামী লীগের কেউ নয়। এরপরও আওয়ামী লীগকে নিয়ে সে মন্তব্য করছে। সব কিছু মিলিয়ে আইনের আশ্রয় নিয়েছি। মামলা আমার ব্যক্তিগত। সবাইকে জানিয়ে মামলা করেছি এবং মামলায় সাক্ষীরা আওয়ামী লীগের পদ-পদবিতে রয়েছেন। তিনি বলেন, পৌর মেয়র মুহিবুর রহমানের কারণে মানসম্মান নিয়ে টিকে থাকা দায়। সে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে যা ইচ্ছা তাই বলছে। এতে বিশ্বনাথের মানুষ বিব্রত ও অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে জানান তিনি।