সিলেটবুধবার , ৩ আগস্ট ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডাস্টবিন থেকে নবজাতকের কান্নার শব্দ

Ruhul Amin
আগস্ট ৩, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :আশুলিয়ায় ডাস্টবিন থেকে একটি ছেলে নবজাতক উদ্ধার করেন স্থানীয়রা। নবজাতকের শারীরিক অসুস্থতার জন্য স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ময়লার স্তূপ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে স্থানীয় রিপন সিকদারের বাড়ির পেছনে ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পেয়ে সেখানে যান তারা। এ সময় তারা ময়লার স্তূপের মধ্যে একটি নবজাতকে কান্না করতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন তারা।

নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজার হারুন-অর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এক নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে। নবজাতকের সুস্থতার জন্য চিকিৎসাধীন।

আশুলিয়া থানার এসআই ইউনুস আলী বলেন, খবর পেয়ে নবজাতকের খোঁজখবর নিয়েছি। সে এখন সুস্থ আছে। উপজেলা সমাজসেবা বিভাগে নবজাতকের বিষয়টি জানানো হয়েছে। নবজাতকের লালন-পালনের বিষয়টি তারা দেখবেন বলেও জানান তিনি।