সিলেটশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুসল্লীদের জিকিরের আওয়াজে মুখরিত সিলেট ট্রাক টার্মিনাল

Ruhul Amin
নভেম্বর ১৮, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (র) প্রতিষ্ঠিত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুদিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা চলছে।

দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে বৃহস্পতিবার বাদ ফজর সংগঠনের আমির মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।

বিভিন্ন  অধিবেশনের নির্ধারিত সভাপতি মুফতি ওলিউর রহমান দারুসসালাম, প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির সুনামগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আব্দুল কাদির বাগরখালী ও প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা জিয়া উদ্দীন, মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী এর সভাপতিত্বে ধারাবাহিকভাবে বয়ান পেশ করেন মাওলানা শামসুদ্দিন কাসেমী, মোহাম্মদ আলী,ইমাম হোসাইন, মাওলানা হোসাইন নুরী চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ মোঃ হাসান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী,মাওলানা আব্দুল বাসেত খান,মাওলানা মুফতি আবুল বাসার নোমানী, মুফতি আহমদ আলী কাসেমী, মুফতি জসিম উদ্দিন,মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা আকরাম আলী, ড.মুস্তাক আহমদ, মুফতি গোলামুর রহমান, মাওলানা মোঃ আনাস, মাওলানা ইসমাইল হোসেন নুরপুরী, জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওঃ আং রহমান হাফেজি, মাওঃ শফিকুল হক, মাওঃ নুরুল হুদা ফয়েজী, মাওঃ মুশতাকুন্নবী কাসেমী, মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর,মাওঃ হামিদুর রহমান ইয়াকুত বরুনা, মাওঃ নাজির হোসাইন প্রথমপাশী, মুনীরুদ্দিন, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ আব্দুল মতিন বিন হোসাইন পীর সাহেব ডালকানগর, মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা হামিদ জাহেরী, আল্লামা নূরুল ইসলাম খান, আওলাদে রাসুল মাওলানা মাহমুদ মাদানী প্রমুখ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ধারাবাহিকভাবে অধিবেশন চলছে। বয়ান করছেন বিশিষ্ট আলেমরা।

সরেজমিন ইজতেমা মাঠ পরিদর্শন করে দেখা যায়, সারাদিন জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসুল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। ইতিমধ্যে পুরো ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ন হয়েছে। এবারকার ইজতেমায় মুসল্লিদের সংখ্যা কয়েক লাখে পৌঁছাবে বলে আয়োজকরা আশা করছেন।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আজিমুশ্বান ইজতেমা শুক্রবার সকাল ৯.৩০ টায় সংগঠনের আমির মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম’র নায়েবে নাজিম মাওলানা সাদ আমীন সিলেট রিপোর্ট কে জানিয়েছেন, বাদ ফজর থেকে দু’দিনব্যাপী এই ইজতেমার মূল পর্ব শুরু হয়েছে। সকাল থেকে বয়ান শুরু হয়েছে। এতে দেশ বিদেশের শীর্ষ আলেমরা বয়ান রাখছেন বলে জানান তিনি। এবারের ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

ইজতেমার নিরাপত্তায় পুলিশের তরফ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একাধিক টিম ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা রয়েছেন। শুক্রবার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী এ ইজতেমা শেষ হবে।