সিলেটশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুফতী মুহাম্মদ রফী উসমানী আর নেই

Ruhul Amin
নভেম্বর ১৮, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ পাকিস্তানের প্রধান মুফতী, জামিআ দারুল উলূম করাচির মুহতামিম হযরত মাওলানা মুফতী মুহাম্মদ রফী উসমানী আর নেই। আজ ১৮ নভেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ৯ ঘটিকার সময় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি বেশ কয়েকদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আজ জামিআ দারুল ‍উলূম করাচির ফেসবুক পেজসহ বিশ্বস্ত কয়েকটি সূত্র এ সংবাদ প্রচার করেছে।
মুসলিম বিশ্বের বিখ্যাত আলেম মুফতি শফী রহ. তাঁর পিতা এবং আল্লামা তাকী উসমানী মরহুমের ছোট ভাই।

২১ জুলাই ১৯৩৬ সালে তিনি জন্ম লাভ করেন।
তিনি ছিলেন একজন পাকিস্তানি মুসলিম পণ্ডিত, আইনবিদ এবং লেখক। যিনি দারুল উলূম করাচির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দারুল উলূম দেওবন্দ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং দারুল উলূম করাচির প্রাক্তন ছাত্র ছিলেন।
তিনি আহকাম-ই-যাকাত, আত-তালিকাত আন-নাফিয়াহ আলা ফাতহুল-মুলহিম, ইসলাম মাআ আওরাত কি হুকমরানি এবং নাওয়াদির আল-ফিকহসহ অসংখ্য সমাদ্রিত গ্রন্থ রচনা করেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য ছিলেন।

বিশ্বব্যাপী হাজারো আলেমের এ শিক্ষক, ইসলাম ও মুসলিম উম্মাহর এই মহান রাহবারকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমীন।