সিলেটবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১১ দফা দাবিতে সিলেটে প্রতিবন্ধী নাগরিক সমাজের ঘেরাও

Ruhul Amin
জুন ১৫, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা ২ হাজার টাকা করার দাবিসহ ১১ দফা দাবি জানিয়েছেন সিলেটের সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ। এ দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মুখে ১১ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
কর্মসূচি ও প্রতিবাদ সভা পালিত হয়। সারা বাংলাদেশে প্রতিবন্ধী ব্যাক্তিদের ১১ দফা দাবির স্বপক্ষে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এ উপলক্ষে জেলা প্রশাসক বরাবরে একটি দাবি নামা উপস্থাপন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের সভাপতি আতাউর রহমান খান শামছু।
সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সাংগঠনিক সম্পাদক পল্লব সাহা’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম। ঘেরাও ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সেচ্ছাসেবী সংস্থার শীর্ষ নেতৃবৃন্দ।
১১ দফা দাবিগুলো হলো— ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ন্যূনতম ৫ হাজার টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২ হাজার টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করতে হবে, প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন, চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১ হাজার কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন, অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা, বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট এবং বিদ্যালয় প্রতিষ্ঠা, আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা, শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা, নিরন্ন, শ্রমজীবী-মেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি ১টি খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা। এছাড়াও গুরুতর প্রতিবন্ধীদের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা, প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা, ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয়, সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও মন্ত্রণালয়ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট করার দাবি জানানো হয়েছে।