আবুল হাসনাত শিহাবঃ
হবিগন্জ জেলা কর্মী সম্মেলনে জমিয়ত মহাসচিব
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা সভাপতি মাওলানা মাসরুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ জয়নাল আবেদীন এর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব জননেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলার প্রধান উপদেষ্টা মাওলানা শামসুল হক সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, মুফতী নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক, কেন্দ্রীয় সদস্য মাওলানা ইমদাদুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি, মুফতী এখলাছুর রহমান রিয়াদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা বদরুল ইসলাম, মাওলানা জামিল আনসারী।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জমিয়ত বারবার করে আসছে। আমরা এ দাবি থেকে পিছপা হবো না। দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে এর বিকল্প নেই। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
তিনি মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ উলামায়ে কেরাম ও সকল রাজন্দীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম নিশাপটি, শায়খ মাওলানা আব্দুল মজিদ কালিশিরী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, শাইখুল হাদীস মাওলানা রুহুল আমীন, শাইখুল হাদিস মাওলানা মুখলিছুর রহমান, হাকিম মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা আব্দুল করিম আজহার, মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা নুরুল হুদা, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মুজীবুর রহমান যশকেশরী, মাওলানা সালেহ আহমদ চৌধুরী, মাওলানা মনিরুজ্জামান, মুফতী আমীর আহমদ, মাওলানা মামনুনুল হক, মাওলানা আসআদ আহমদ জাফরী, মাওলানা মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আব্দুল হামিদ খান, মাওলানা এমদাদুল্লাহ হাবিবী, মাওলানা মনসুরুল হক, মাওলানা আলী আহমদ, তৈয়্যবুর রহমান, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা জাকারিয়া নোমান ফুরকানী, মাওলানা মাবরুরুল হক, মাওলানা আশিকুর রহমান, মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, হাফিজ এনামুল হক, মাওলানা ইলিয়াস হাসান, মাহমুদ চৌধুরী, শাহ মনীরুল হক, প্রুমখ।