সিলেটমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাফেজ রেজাউল করীমের পরিবারকে আর্থিক সহয়তা দিলেন বেফাক চেয়ারম্যান শায়খে যাত্রাবাড়ী

Ruhul Amin
আগস্ট ১, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ শহীদ হাফেজ রেজাউল করীম এর পরিবারকে নগদ ৪ লক্ষ টাকা আর্থিক সহয়তা প্রদান করেছেন বেফাক চেয়ারম্যান ও জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মাহমূদুল হাসান শায়খে যাত্রাবাড়ী (হাফিজাহুল্লাহ)। জানাগেছে, তার পক্ষ থেকে আজ ১লা আগস্ট  সকালে নিহতের বাড়ীতে গিয়ে প্রতিনিধি দল এই অনুদান পৌছেদেন।
এসময় শায়খের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন
১/ মাওলানা মাসরুর হাসান
নায়েবে মুহতামিম, যাত্রাবাড়ী মাদরাসা
২/ মাওলানা মোফাজ্জল হোসাইন
নাযেমে তালিমাত, যাত্রাবাড়ী মাদরাসা
৩/ মাওলানা শফীকুল ইসলাম আল মাদানী
সিনিয়র মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা
৪/ মাওলানা মুফতী আশরাফ আলী
সিনিয়র উস্তায, যাত্রাবাড়ী মাদরাসা
৫/ মাওলানা আবু সা’দ বেলাল
উস্তায, যাত্রাবাড়ী মাদরাসা
৬/ মাওলানা আবু সাঈদ
নায়েবে মুহতামিম,চরখরিচা মাদরাসা, ময়মনসিংহ
৭/ মাওলানা আবদুল মান্নান মাহমুদ
সিনিয়র মুহাদ্দিস, চরখরিচা মাদরাসা, ময়মনসিংহ
৮/ মুফতী বদরুল আলম
মুহাদ্দিস, চরখরিচা মাদরাসা, ময়মনসিংহ
৯/ মাওলানা মোশারফ হোসাইন
মুহাদ্দিস, চরখরিচা মাদরাসা ময়মনসিংহ
১০/ মাওলানা জয়নুল আবেদীন (বেফাক)।
যাত্রাবাড়ী হযরতের প্রতিনিধিদল শহীদ হাফেজ রেজাউল করীম রহ. এর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারকে চার লাখ টাকা নগদ সহযোগিতা করেন৷

প্রসঙ্গত, গত ২৮ জুলাই শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ থেকে ফেরার পথে গুলিস্তানে আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে পথচারী ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল করিম (২১)
সন্ত্রাসীদের আতর্কিত হামলায় নিহত হন। এনিয়ে গোটা কওমি অঙ্গনে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে।