সিলেটরবিবার , ১৮ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘রাষ্ট্রপতির সিদ্ধান্ত আমরা মানবো, বিএনপিকেও মানতে হবে’

Ruhul Amin
ডিসেম্বর ১৮, ২০১৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ যে সিদ্ধান্ত দেবেন তা ক্ষমতাসীন দল মেনে নেবে বলে জানিয়েছেন একাধিক নেতা। তারা বলেছেন, বিএনপিতেও এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। বঙ্গভবনে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের পর তিনজন আওয়ামী লীগ নেতা এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিকালে বঙ্গভবনে এক ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেছেন, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তিনি তার পদ্ধতিগত বিষয়গুলো নির্ধারণ করবেন। এবং তিনি পুনরায় আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।’
বিএনপি মহাসচিবের এই সংবাদ সম্মেলনের পর পর ঢাকাটাইমস যোগাযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সঙ্গে। বিএনপির এই আশাবাদকে কীভাবে দেখছেন-জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপিকে রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের ওপর আস্থা রাখতে হবে। এখানে আশাবাদী ও হতাশ হওয়ার কোনো কারণ নেই। ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের আমলেই রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এবারও রাষ্ট্রপতি তাই করছেন।’
হানিফ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপিসহ সব রাজনৈতিক দলকেও আমরা আহ্বান জানাবো, আপনারাও রাষ্ট্রপতির সিদ্ধান্তকে মেনে নেবেন।’
সব দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির দাবির বিষয়ে হানিফ বলেন, ‘তাহলে তো নির্বাচন কমিশনই গঠিত হবে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বিএনপি যে আশার কথা বলেছে, এটা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক দিক। আমরা আশা করবো, তাদের আশা শেষ পর্যন্ত থাকবে। তবে আমি বিএনপিকে আহ্বান জানাবো, নেতিবাচক কোনো অযুহাত দাঁড় করিয়ে শেষ সময়ে এই সংলাপকে তারা প্রশ্নবিদ্ধ করবে না। ’
এদিকে বিকালে রাজধানীতে এক আলোচনায় বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা মো. নাসিম বলেন, ‘বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে আপনারা আপনাদের পরামর্শ দিয়ে এসেছেন, ভালো কথা। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনে যে সিদ্ধান্ত দেবেন তা আওয়ামী লীগ ও ১৪ দল মেনে নেবে। আশা করি আপনারা মনে নেবেন। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা করবেন না।’
নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। এর আগ পর্যন্ত কোনো ধরনের নেতিবাচক রাজনীতি বা জ্বালাও-পোড়াও না করতে বিএনপিকে পরামর্শ দেন তিনি।