সিলেটসোমবার , ১৬ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলীতে শিরনি নিতে ২ জন নিহত, মামলা দায়ের

Ruhul Amin
জানুয়ারি ১৬, ২০১৭ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি/জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে ফুলতলী ছাহেবের  নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সওয়াব মাহফিলে শিরনি নিতে গিয়ে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। রোববার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শিরনি বিতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে। ২জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা। তবে নিহতের নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
ঈসালে সওয়াব আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান জানান, শিরনি নেওয়ার জন্য ৪০টি লাইন ছিল। এখানে হুড়াহুড়িতে অনেকে আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে পদদলিত হয়ে দুই জনের মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান।
রোববার রাত ৯ টার দিকে খাবার সংগ্রহকালে মানুষের ভীড়ের চাপে পদদলিত হয়ে দুজন মারা গেছেন। এদের মধ্যে জিতু মিয়া নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে নগরীকাপন এলাকায়। তবে অন্যজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।
এঘটনায় আহত ১০-১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)-এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়।