সিলেটমঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছেলের কবরের পাশে অশ্রুসিক্ত হলেন খালেদা জিয়া

Ruhul Amin
জানুয়ারি ২৪, ২০১৭ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে রাজধানীর বনানী কবরস্থানে ছেলের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। তখন কিছুটা সময় খালেদা জিয়াকে অশ্রুসিক্ত হয়ে ছেলের কবরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়াপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার সকালে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং দুপুরে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দু’জনেই কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি কোকোর মরদেহ বাংলাদেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।