সিলেটবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দ্রুততার সাথে ভারতের ভিসা পাবেন সিলেটিরা

Ruhul Amin
জানুয়ারি ২৬, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেটের সাথে ভারতের রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সীমানা। সিলেটের তামাবিল, সুতারকান্দি, জকিগঞ্জ, চাতলাপুর প্রভৃতি সীমান্ত দিয়ে প্রতিদিন ভারতে যাতায়াত করেন বাংলাদেশীরা। সিলেটের প্রচুর সংখ্যক মানুষ চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে যাতায়াত করেন ভারতে। কিন্তু সিলেটে এখনও পর্যন্ত নেই ভারতের পূর্ণাঙ্গ কোনো ভিসা সেন্টার। এতে করে ভারতের ভিসা পেতে দুর্ভোগ পোহাতে হয় সিলেটিদের।

তবে এবার আশার আলো দেখাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

সিলেট সফরে এসে এক প্রশ্নের জবাবে হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সিলেটে পূর্ণাঙ্গ ভিসা সেন্টার চালু করবে ভারত।

তিনি বলেন, সিলেটে ভিসা সেন্টার আছে, ভারত এটাকে পূর্ণাঙ্গ ভিসা সেন্টারে রূপ দেবে।

প্রসঙ্গত, বর্তমানে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ভারতের ভিসা সংগ্রহ করা যায়। তবে এজন্য ই-টোকেন নিতে গিয়ে পোহাতে হয় ঝামেলা। এছাড়া এখানে ভিসার আবেদন জমা দেওয়ার পর অন্তত দুই সপ্তাহ আগে ভিসা পাওয়া যায় না। কিন্তু পূর্ণাঙ্গ ভিসা সেন্টার চালু হলে দ্রুততার সাথে ভারতের ভিসা পাবেন সিলেটিরা।