শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

মাদ্রাসার ছাত্রদের লেখালেখি: সময়ের অপরিহার্য দাবি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মাদ্রাসার ছাত্ররা হলো ইসলামের আলোকবর্তিকা। তাদের হাতে কুরআনের নূর, হাদীসের জ্ঞান আর সত্যের শিক্ষা। কিন্তু এই আলো যদি শুধু কিতাবের পাতায় আর মাদরাসার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সমাজ ও জাতি তার পূর্ণ উপকার পাবে না। ইসলামের আলো মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য কলমকে হাতিয়ার বানানো আজ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।


‎ইতিহাস সাক্ষী, একসময় সত্য প্রতিষ্ঠার জন্য মুজাহীদীনরা তলোয়ার হাতে নিয়েছিলেন। কিন্তু আজকের পৃথিবী জ্ঞানের অঙ্গন, চিন্তার লড়াই এবং কলমের যুদ্ধক্ষেত্র। সংবাদপত্র, বই, ওয়েবসাইট, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এসব মানুষের চিন্তা, বিশ্বাস এবং জীবনধারা বদলে দিচ্ছে। যদি এসব জায়গায় মাদ্রাসার ছাত্ররা সক্রিয় না হয়, তবে অন্যরা বিভ্রান্তিকর মতবাদ ও ভ্রান্ত চিন্তার মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করবে।

একজন মাদ্রাসাশিক্ষার্থী যতটা সময় হাদীস, তাফসীর ও ফিকহ অধ্যয়ন করে, যদি সামান্য সময় লেখালেখি ও সাংবাদিকতার চর্চায় ব্যয় করে, তবে তা সমাজে এক বিশাল প্রভাব ফেলতে পারে।

উদাহরণস্বরূপ, কোনো পত্রিকায় ইসলামের আদর্শভিত্তিক কলাম প্রকাশ করা মানে হাজারো পাঠকের সামনে ইসলামের সৌন্দর্য পৌঁছে দেওয়া।
‎কোনো ব্লগ বা ওয়েবসাইটে ইসলামের ইতিহাস, আকীদা বা নৈতিকতা নিয়ে সুন্দর লেখা মানে সারা বিশ্বের কাছে ইসলামী জ্ঞানের দাওয়াত পৌঁছে দেওয়া।
‎সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত প্রভাবশালী বার্তা ছড়িয়ে দেওয়া মানেই তরুণ প্রজন্মের মননশীলতায় দাগ কেটে দেওয়া।

কেন মাদ্রাসা ছাত্রদের লেখালেখি অঙ্গনে  এগিয়ে আসা জরুরি ?
‎আজ আমরা দেখতে পাচ্ছি, অমুসলিম লেখকরা পর্যন্ত ইসলাম নিয়ে বই লিখছে, প্রবন্ধ লিখছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় সেই লেখাগুলো ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক। যদি মাদ্রাসার ছাত্ররা এগিয়ে না আসে, তবে সাধারণ মানুষ ভ্রান্ত ধারণার শিকার হবে। ইসলামের সঠিক শিক্ষা ও ব্যাখ্যা কেবল সেই ছাত্ররাই দিতে পারবে, যারা কুরআন-হাদীসের প্রকৃত জ্ঞান অর্জন করেছে।
‎কাজেই লেখালেখি হলো দাওয়াতের এক মহৎ মাধ্যম।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
‎”বাল্লিগু ‘আন্নী ওয়ালাও আয়াহ”
‎(“আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও একটি আয়াত হয়”)।  এই হাদীসই প্রমাণ করে, ইসলামের বার্তা পৌঁছে দেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব। আর লেখালেখি সেই দায়িত্ব পালনের সবচেয়ে সহজ ও স্থায়ী মাধ্যম। একটি লেখা শত বছর পরেও মানুষকে প্রভাবিত করতে পারে, অথচ মৌখিক দাওয়াত হয়তো কেবল মুহূর্তেই সীমাবদ্ধ থাকে।

কীভাবে লেখালেখি শুরু করা যায়!
‎মাদ্রাসার ছাত্ররা চাইলে ধীরে ধীরে নিচের ধাপগুলো অনুসরণ করে লেখালেখির জগতে প্রবেশ করতে পারে।

‎১. দৈনন্দিন ডায়েরি লেখা: ছোট ছোট চিন্তা ও অনুভূতি লিখে রাখুন। এতে ভাষা ও প্রকাশভঙ্গি শক্তিশালী হবে।

২. প্রবন্ধ ও নিবন্ধ চর্চা: সমাজের সমস্যা, ইসলামী শিক্ষা বা ইতিহাস নিয়ে নিয়মিত প্রবন্ধ লিখুন।

‎৩. সাংবাদিকতা শেখা: সংবাদ পরিবেশনের কৌশল রপ্ত করুন। সত্য তুলে ধরা সাংবাদিকতার বড় দায়িত্ব।

‎৪. অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার: ব্লগ, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার লেখা ছড়িয়ে দিন।

‎৫. পড়াশোনা চালিয়ে যাওয়া: ভালো লেখক হওয়ার জন্য পড়াশোনা অত্যন্ত জরুরি। ইসলামী সাহিত্য ও সমসাময়িক লেখালেখি পড়া চালিয়ে যেতে হবে।

‎আজকের পৃথিবী ধারণার লড়াইয়ের ময়দান। কলমই হলো সেই লড়াইয়ের প্রধান অস্ত্র। তাই মাদ্রাসার ছাত্ররা যদি কলমের জগতে প্রবেশ করে, তবে সমাজ কেবল আলোকিতই হবে না, বরং ইসলামভিত্তিক চিন্তার এক শক্তিশালী ধারা প্রতিষ্ঠিত হবে। ইতিহাসের প্রতিটি যুগে আলেমরা যেমন কলম দিয়ে ইসলামের সত্যকে প্রমাণ করেছেন, আজও সেই ঐতিহ্যকে জীবিত রাখা মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব।

সর্বশেষ আমি বলবো- কলম হাতে নিতে হবে, সত্যকে প্রচার করতে হবে, সমাজকে আলোকিত করতে হবে। এটাই আজকের সময়ে মাদ্রাসা ছাত্রদের প্রতি ইসলামের আহ্বান।

আব্দুল্লাহ আল মামুন

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews