শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ঈমানের দাবি মানেই পরীক্ষা: মাওলানা সালমান মানসুরপুরী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

উপমহাদেশের খ্যাতনামা আলেম ও দাঈ, দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস ও মুফতি, নায়েবে আমিরুল হিন্দ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ.)–এর দৌহিত্র হযরত মাওলানা সালমান মানসুরপুরী (দা.বা.) সম্প্রতি মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি ও ঈমানের পরীক্ষার বিষয়ে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।

তিনি বলেন, মুসলমানদের জীবন সবসময় সহজ হবে, এমন ধারণা ভুল। ঈমানের দাবি করলে পরীক্ষা আসবেই। কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন, যেন বোঝা যায় কারা সত্যিকার মুমিন আর কারা ভণ্ডামির আশ্রয় নেয়।

ইবাদতকে অনুগ্রহ ভেবে ভুল করা যাবে না

বক্তৃতায় তিনি উল্লেখ করেন, অনেকেই মনে করেন নিয়মিত নামাজ, তেলাওয়াত ও ইবাদত করলেও সমস্যার সমাধান হচ্ছে না। অথচ ইবাদত আল্লাহর উপর কোনো অনুগ্রহ নয়; বরং আল্লাহর অশেষ দয়া যে, তিনি বান্দাদের ইবাদতের তাওফিক দেন। তিনি হাদিসে কুদসীর উদ্ধৃতি দিয়ে বলেন—মানুষ ও জিন সবাই যদি মুত্তাকি হয়ে যায়, তবুও আল্লাহর রাজত্বে কোনো পরিবর্তন আসবে না। আবার সবাই গুনাহগার হয়ে গেলেও তাঁর প্রভুত্বে কোনো ঘাটতি হবে না।

কঠিন পরীক্ষা প্রিয় বান্দাদের জন্য

মাওলানা সালমান মানসুরপুরী বলেন, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন, তার পরীক্ষাও তত কঠিন হয়। নবী-রাসূলগণই দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ-আপদ ভোগ করেছেন। রাসূলুল্লাহ (সা.)–এর জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, মক্কার কাফিরদের নির্যাতন থেকে শুরু করে মদিনার মুনাফিকদের ষড়যন্ত্র—সবই ছিল ঈমানকে দৃঢ় করার পরীক্ষা।

মুসলমানদের করণীয়

তিনি মুসলিম সমাজকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, শুধু দুনিয়াবী চেষ্টায় সমস্যার সমাধান আসবে না। বরং গুনাহ থেকে বিরত থাকা, কুরআনের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করাই হলো মূল করণীয়।
এ ছাড়া পরিবার ও সমাজে দ্বীনি পরিবেশ গড়ে তোলার গুরুত্বও তিনি তুলে ধরেন। বিশেষ করে মেয়েদের ইসলামি শিক্ষার ওপর জোর দিয়ে বলেন—আজকের মেয়েরা আগামী দিনের মা, তাদের দ্বীনি পরিবেশে গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম দ্বীনের আলোয় আলোকিত হবে।

সবশেষে তিনি আল্লাহর দরবারে দোয়া করেন—উম্মাহকে ঈমানের উপর অটল থাকার তাওফিক দান করুন, সকল পরীক্ষা সহজ করে দিন এবং শান্তিময় জীবন দান করুন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews