চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করা প্রখ্যাত ইসলামি আলেম মুফতি হাফেজ আহমদুল্লাহ বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা এবং ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি বর্তমানে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও শায়খে সানী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহ-সভাপতি, ইসলামিক ফিকহ একাডেমি বাংলাদেশের পৃষ্ঠপোষক এবং চট্টগ্রামের সেচ্ছাসেবী দ্বীনি সংগঠন সালসাবিলের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুফতি হাফেজ আহমদুল্লাহ ১৯৪১ সালের ১২ মে চট্টগ্রামের পটিয়ার নাইখাইন গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মুহাম্মদ ইসা। তার নানার পিতা মাওলানা শাহ আহমদ হাসান (রহ.) ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
শৈশব থেকেই ধার্মিক পরিবেশে বেড়ে ওঠা মুফতি হাফেজ আহমদুল্লাহ ৭ বছর বয়সে পিতার কাছে কুরআন শরীফের নাজেরা শেষ করেন। এরপর ১৯৪৮ সালে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি-তে হেফজ বিভাগে ভর্তি হন। মাত্র ১০ বছর বয়সে কুরআন হেফজ সম্পন্ন করে কিতাব বিভাগের পাঠ শুরু করেন এবং ১৯৬৩ সালে দাওরায়ে হাদীস সমাপ্ত করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি পাকিস্তান গমন করে জামিয়া আশরাফিয়া, লাহোর-এ অধ্যয়ন করেন। পরে মুলতান শহরের খাইরুল মাদারেসে ভর্তি হয়ে স্নাতকোত্তর পরবর্তী কিতাবাদি অধ্যয়ন শুরু করেন। তার শিক্ষক মাওলানা মুহাম্মদ শরীফ কাশ্মীরি (রহ.) তাকে “বাঙালি ছাত্রদের বিরল প্রতিভা” উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে তিনি দারুল উলুম করাচী-তে মুফতি শফী উসমানীর তত্ত্বাবধানে ফতোয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মজীবনে তিনি ১৯৬৮ সালে দেশে প্রত্যাবর্তন করে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি-তে ২৩ বছর অধ্যাপনা করেন। পরে হাজী মুহাম্মদ ইউনুস (রহ.)-এর অনুরোধে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া-তে যোগদান করেন এবং বর্তমানে প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুফতি হাফেজ আহমদুল্লাহর জীবনের এই অবদান কওমি মাদ্রাসা শিক্ষা, ইসলামিক ফিকহ ও সামাজিক দ্বীনি সংগঠনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহান রাব্বুল আলামিন যেন তার সমস্ত কোরবানি কে কবুল করেন । আমীন