সিলেটশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১৫ এপ্রিল এরশাদের নতুন জোটের ঘোষণা

Ruhul Amin
মার্চ ২৫, ২০১৭ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন নতুন ‘রাজনৈতিক জোট’র ঘোষণা আগামী ১৫ এপ্রিল আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। এ ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। কেউ চাইলে এই জোটে শরিক হতে পারে বলে জানিয়েছেন জাপা মহাসচিব।

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাওলাদার জানান এসব কথা।

জাপা মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে নির্বাচনের লক্ষে জাতীয় পার্টি প্রার্থী বাছাইয়ের কাজ করে যাচ্ছে। জোট গঠনের জন্য বিভিন্ন দলগুলোর সাথে আলোচনা চলছে। আশা করছি আগামী মাসের ১০ তারিখের মধ্যে আলোচনা শেষ হবে এবং ১৫ তারিখের মধ্যে জোটভুক্ত দলগুলোর নাম ঘোষণা করা হবে।’ এজন্য রাজনীতিতে কার কী অবদান সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান রুহুল আমিন হাওলাদার।

রুহুল আমিন হাওলাদার জানান, চেয়ারম্যান এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের ৩২ জন প্রেসিডিয়াম সদস্যের উপস্থিতিতে নতুন জোটের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

জাপা মহাসচিব বলেন, ‘এরই মধ্যে ৩৫টি দলের সাথে আলোচনা হয়েছে। এখনো কোনো বিষয়ে চূড়ান্ত হয়নি। অনেকে ফ্রন্ট করে এসেছে। ১০টি দল নিয়ে একটি জোটও আছে আলোচনায়। এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে।’

হাওলাদার বলেন, ‘আমরা আবারো বসব এবং যেসব দলের গ্রহণযোগ্যতা এবং গণভিত্তি আছে আমরা তাদের নেব।’ কোনো দল এই জোটে যুক্ত হতে চাইলে সুযোগ আছে বলে জানান জাপা মহাসচিব।

আগামী নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রায় ৮০০ জনের মতো প্রার্থীর তালিকা আমাদের কাছে এসেছে। আমরা যাচাই-বাছাই করছি।’

সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রুহুল আমীন হাওলাদার বলেন, ‘জঙ্গিবাদ, নৈরাজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস আমাদের দল কখনো গ্রহণ করেনি। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন এটি একটি চলমান প্রক্রিয়া, যা সব সরকারের সময়ই আছে। ‘

জাপা মহাসচিব বলেন, ‘জনবহুল দেশ হিসেবে এই ঘটনা অস্বাভাবিক কিছু না। দলের পক্ষ থেকে আমি বলব, এ ব্যাপারে সরকার যেন সচেতন থাকেন। আলোচনা-পর্যালোচনা করেন, অনুশীলন করেন, অনুসন্ধান করেন এবং এটার পরই যেন ব্যবস্থা নেন। যাতে করে কোনো কারণে সাধারণ জনগণকে কোনো হয়রানি বা পরিস্থিতির শিকার হতে না হয়।’

পুলিশ বা র‌্যাবের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়টি কি অস্বাভাবিক নয় এমন প্রশ্নের জবাবে রুহুল আমীন হাওলাদার বলেন, আশা করি সরকার বিষয়টি ভেবে দেখবে।