সিলেটবুধবার , ৭ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাতারের পরিণতি যেন ইরাক বা লিবিয়ার মতো না হয়

Ruhul Amin
জুন ৭, ২০১৭ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা। এ উত্তেজনা কাতারকে নিয়ে। জঙ্গিবাদ সমর্থন এবং উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। পরে একইরকম ঘোষণা দিয়েছে লিবিয়া এবং ইয়েমেন। এই ইয়েমেনের হাউদি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন ৫৫ দেশের সামরিক জোট থেকেও বের করে দেয়া হয়েছে কাতারকে। ধারণা করা হচ্ছে, এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; ছড়িয়ে পড়বে বিশ্ব রাজনীতিতেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, কাতারের পরিণতি এমনকি সাদ্দাম হোসেনের ইরাক কিংবা মুয়াম্মার গাদ্দাফির লিবিয়ার মতো হতে পারে। এই ঘটনার বড় একটা প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে। কারণ কাতার বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক এ দেশটিতে এরইমধ্যে বহু বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত রয়েছেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর সম্প্রতি সেদেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য চুক্তি করেছে বাংলাদেশ। সেক্ষেত্রে দেশের জ্বালানিখাতেও একরকম সংকট তৈরি হতে পারে। কিন্তু কী এমন ঘটনা ঘটল যে কারণে দীর্ঘদিনের পরীক্ষিত একটি মিত্র দেশের বিরুদ্ধে এতটাই কঠোর হতে হলো সৌদি আরব এবং তার মিত্রদেরকে? প্রায় ৩০ লাখ জনসংখ্যার দেশ কাতার মূলত সুন্নী মুসলিম-সালাফি মতাদর্শে বিশ্বাসী। মোট জনসংখ্যার ৬৭ শতাংশ মুসলিম। এর মধ্যে ২০ শতাংশ শিয়া মতাদর্শের। হিন্দু ধর্মাবলম্বী ১৩. ৪ শতাংশ এবং সমান সংখ্যক খ্রিস্টান। বৌদ্ধদের সংখ্যা ৩ শতাংশ। অবশ্য ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ মূলত শিয়াদের হাতে। সম্প্রতি কাতারের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) হ্যাকিং এর শিকার হওয়ার পর থেকে উপসাগরীয় আরব দেশগুলোর দ্বন্দ্ব বাড়ে। হ্যাকিংয়ে দেখা যায়, কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির উক্তি হিসেবে একটি বক্তব্য প্রচার করা হয় ওই সংবাদ সংস্থা থেকে। সেখানে বলা হয়, রাষ্ট্রপ্রধান শেখ তামিম ইরান, হামাস, হিজবুল্লাহ ও ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোধহয় বেশিদিন ক্ষমতায় থাকবেন না। যদিও এই বক্তব্যকে মিথ্যা দাবি করে শেখ তামিম বলেন, এমন কোন কথা কথাই তিনি বলেননি। তবে বিষয়টি আরো জটিল আকার ধারণ করে এর কয়েকদিন পর; যখন কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুধু তাই নয়; সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের হ্যাক হওয়া ইমেইলে দেখা যায় তিনি কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরাসহ সংশ্লিষ্ট অনেক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এসব কারণেই মূলত পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তবে আমরা করি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। কারণ বিশ্বায়নের যুগে বিশ্বের যে কোন অঞ্চলের অস্থিতিশীলতা সারা পৃথিবীর ওপরই প্রভাব ফেলে। যার জ্বলন্ত উদাহরণ ইরাক, আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়া। আমরা আর কোন দেশকে ইরাক বা লিবিয়া হতে দেখতে চাই না। আমরা চাই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক।