সিলেটমঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সেইফটি’র সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান

Ruhul Amin
আগস্ট ১৫, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  “বাণীতে নয়, কর্মে করবো মানবতার জয়” এই শ্লোগানকে সামনে
রেখে সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে ১৪ আগষ্ট সোমবার প্রথমবারের মতো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিলেট বিভাগীয়
স্টেডিয়ামে দিনব্যাপী আনন্দ উল্লাস,
খেলাধুলা, পুরস্কার বিতরণী ও মধ্যাহ্ন
ভোজনের আয়োজন করা হয়।
সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের
প্রধান উপদেষ্টা তাইনুল ইসলাম আসলামের
সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মানবাধিকার ও পরিবেশ
সোসাইটি মাপসাস সিলেট বিভাগের
সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান,
সংগঠনের উপদেষ্টা শামীম খান ও
আব্দুল্লাহ জাকির মান্না, দৈনিক ভোরের
পাতার স্টাফ রিপোর্টার ও ‘সময় আমাদের’
সম্পাদক জাবেদ আহমদ এমরান, মোহাম্মদ
জহিরুল ইসলাম, সংগঠনের সদস্যবৃন্দ আজিম
আরমান আকিব, মজনু আলম, রবিউল ইসলাম
রবি,আবিদ কাওছার, আশিকুর রহমান, তানভির তালুকদার,
দুলাল আহমদ, মুহিবুর রহমান সুয়েব, মুক্তার
হোসেন মান্না, কে এইচ ফাহিম, আব্দুল
আলিম, এহসানুল হক সানি, মেহেদী, ক্বারি
লায়েক আহমদ, মুক্তা আহমেদ, ফজলে
রাব্বি, আবু তাহের, কাজী শরিফুল ইসলাম,
সাগর আহমদ, হানিফ আহমদ, সাফি আহমদ,
এমদাদুর রহমান, ইমরান খান, মোঃ রিপন
মিয়া, মহিলা সদস্যের মধ্যে রুজিনা
আক্তার, বাকিয়া জান্নাত, আফিফা
জাহান চৌধুরী, নাহিয়ান জান্নাত
শিউলি, ফাতেমা আক্তার, আরিফা
জাহান চৌধুরী, সঞ্জিত সাদাক সুমাইয়া,
ফারহান আক্তার, জুঁই ও মনিষা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধা-বঞ্চিত
শিশুদের সেবার মাঝে রয়েছে অন্যরকম সুখ।
শিশুকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব
সকলের। তাই তাদের গড়ে তোলার দায়িত্ব
আমাদেরকেই নিতে হবে। ‘সেইফটি
সোশ্যাল অর্গানাইজেশন’র মতো আরো
অনেক সামাজিক সংগঠন সুবিধা বঞ্চিত
শিশুদের জন্য যে কাজগুলো করে যাচ্ছে
সেগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম কাজ।
বক্তারা আরো বলেন, সুবিধা বঞ্চিত শিশু-
কিশোরদের কল্যাণে সরকারের
পাশাপাশি সকল শ্রেণীর মানুষকে এগিয়ে
আসা প্রয়োজন।