সিলেটবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সমমনা ইসলামী দল সমুহের বৈঠক অনুষ্ঠিত

Ruhul Amin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকা প্রতিনিধি: মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে সমমনা ইসলামী দল সমুহের নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকালে ঢাকাস্হ জামেয়া মাদানিয়া বারিধারায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের -মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমীর আহ্বানে সমমনা ইসলামী দলসমূহের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা,হত্যা,ধর্ষণ, উচ্ছেদ, লুটতরাজ ও বাড়ি-ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে বলা হয় – শত বছর যাবত দফায় দফায় রোহিঙ্গা নিধন মিয়ানমারের সরকার ও জনগণের একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। বিশ্ব সংস্থা ও দেশগুলো শুধু প্রতিবাদ ও নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। মিয়ানমার সরকারের কাছে বাংলাদেশের ভৌগলিক সীমারেখারও কোন মর্যাদা নেই। তাদের হেলিকপ্টার, গানশিপ বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে এবং তাদের বন্দুকের গুলি আমাদের দেশের অভ্যন্তরে পতিত হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশের জনগণ চুপ থাকতে পারে না। অসহায় রোহিঙ্গাদের থাকা,খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা এবং মিয়ানমার সরকারের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। পাশাপাশি আমাদের সিমান্তরেখা অবমাননা করার সমুচিত জবাব দিতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ শীঘ্রই মিয়ানমার অভিমুখে লংমার্চ, মহাসমাবেশ ও মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচীসহ নানাবিধ কর্মসূচী নিয়ে আলোচনা করেন। প্রাথমিকভাবে আগামীকাল বৃহঃবার সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন এবং ঘোষিত কর্মসূচী সফল করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা মুসলমানদের আর্থিক সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ – সভাপতি মাওঃজহিরুল হক ভূঁইয়া, মাওঃআব্দুর রব ইউসুফী, মাওঃজুনায়েদ আল হাবীব, যুগ্ম-মহাসচিব মাওঃমঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওঃবাহাউদ্দীন যাকারিয়া, মাওঃফজলুল করীম কাসেমী, অর্থ-সম্পাদক মাওঃমুনীর হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওঃমাহফূজুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওঃএম এ রকীব, মহাসচিব মাওঃ আব্দুল করীম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওঃ আহমদ আলী কাসেমী, মাওঃ তাফাজ্জুল হোসেন ও খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওঃশাহ আতাউল্লাহ-পুত্র মাওঃশাহ সানাউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ। তাঁরা শীঘ্রই পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন।