সিলেটশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সু চি’কে ট্রুডোর চাপ

Ruhul Amin
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে চাপ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বুধবার অং সান সু চির সঙ্গে টেলিফোন আলাপে জাস্টিন ট্রুডো তার ওপর এ চাপ সৃষ্টি করেন। এ সময় মিয়ানমারে মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন ট্রুডো। ২০০৭ সালে সু চিকে কানাডার দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার করে নিতে দেশটির জনগণের ক্রমবর্ধমান দাবির মুখে ট্রুডো সু চিকে ফোন করলেন।দুই নেতার ফোনালাপের ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো এক সারসংক্ষেপে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের জরুরি ভিত্তিতে শক্ত অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে সু চিকে চাপ দেন ট্রুডো। এ ছাড়া বেসামরিক লোকজনকে সুরক্ষা দিতে ও জাতিসংঘের মানবিক সহায়তা দলকে রাখাইনে প্রবেশের অনুমতি দিতে বলেছেন তিনি। রোহিঙ্গা সংকটে ‘নৈতিক ও রাজনৈতিক নেতা’ হিসেবে সু চির ভূমিকা রাখার ব্যাপারেও বিশেষ গুরুত্বারোপ করেছেন ট্রুডো।

সংক্ষিপ্তসারে আরও বলা হয়, মিয়ানমারে সংখ্যালঘু জনগোষ্ঠীর সুরক্ষা ও অধিকারের প্রয়োজনীয়তার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। মিয়ানমারে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গড়তে ট্রুডো সহায়তার প্রস্তাব দিয়েছেন। এদিকে ট্রুডো এক টুইটারে লিখেছেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে কানাডার গভীর উদ্বেগ জানাতে আমি আজ (বুধবার) অং সান সু চির সঙ্গে কথা বলেছি।’