সিলেটসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের পালিয়েও আসতে দিচ্ছে না মিয়ানমার

Ruhul Amin
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নে গণহত্যা, গণধর্ষণ ও নানা বর্বরতায় বিভিন্ন দেশ ও সংস্থার চাপের মুখে পড়েছে মিয়ানমার। শনিবার রাত থেকে হঠাৎ করেই নারী-পুরুষ ও শিশুদের মিয়ানমার ছাড়তে সেনারা পরোক্ষভাবে বাধা দিচ্ছে। গতকাল রোববার এমনটিই জানিয়েছেন টেকনাফের শাহপরীর দ্বীপে রাখাইন থেকে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গা। শনিবার রাতে পালিয়ে আসা মংডুর নলবাইন্যা এলাকার রোহিঙ্গা মাচছালাম জানান, মিয়ানমার সরকারের ওপর বহির্বিশ্বের চাপ শুরু হওয়ায় অং সান সু চির সরকার রোহিঙ্গাদের সেখানে আটকে রাখার পরিকল্পনা করেছে। এতে কিছু রোহিঙ্গা পালিয়ে এলেও অন্যদের আটকে রেখে কী করতে যাচ্ছে মিয়ানমার সেনা, তা বোঝা যাচ্ছে না। পুড়িয়ে দেওয়ার ফলে ওই এলাকা অনেকটা পরিত্যক্ত মনে হচ্ছে। মিয়ানমার সেনারা মংডুর নাইক্ষ্যং দ্বীপে পালিয়ে আসার অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের ওপরও চালাচ্ছে নির্যাতন। আবার এপারে আসতেও দেওয়া হচ্ছে না তাদের।

পরিবারের অন্য সদস্যদের কাঁধে করে পালিয়ে আসা অগ্নিদগ্ধ রোহিঙ্গা মো. ইউনুচ জানান, তার বাড়ি মংডুর চম্মনাপাড়ায়। তার বাবা প্রয়াত সিদ্দিক আহম্মদ। এতদিন ভালোই ছিলেন তারা। কয়েক দিন আগে মিয়ানমার সেনা ও মগ সম্প্রদায়ের একদল যুবক তাদের গ্রামে ঢুকে বাড়িঘরে আগুন দেয়। আগুনে তার ঘরটি পুড়ে যায়। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রক্ষা পাননি। আগুনে তার কোমর থেকে পা পর্যন্ত ঝলসে যায়। ইউনুচ আরও জানান, শরীর জ্বলে গেলেও প্রাণ রক্ষায় কোনোমতে পালিয়ে পাশের জঙ্গলে আশ্রয় নেন। এর পর থেকে পরিবারের অন্য সদস্যের সাহায্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে বেড়ান। শনিবার রাতে মংডুর মংনিপাড়া এলাকা দিয়ে নৌকায় বাংলাদেশে ঢোকেন। একই নৌকায় আরও ২০ রোহিঙ্গা পালিয়ে আসেন। অগ্নিদগ্ধ ইউনুচকে শনিবার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিভিন্ন দেশ ও সংস্থার চাপ সৃষ্টির মধ্যেও নতুন করে গ্রামগুলোয় আগুন লাগানোর ঘটনা ঘটছে। গতকাল সকালে শাহপরীর দ্বীপে নাফ নদীর পারে দাঁড়িয়ে ওপারে মংডুর গর্জন দিয়া, নলবাইন্যা ও পাতানজ্জা এলাকায় আগুনের কু-লী উড়তে দেখা গেছে।