সিলেটমঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সু চিকে রোহিঙ্গাদের স্বীকার করে ফিরিয়ে নিতেই হবে: প্রধানমন্ত্রী

Ruhul Amin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মায়ানমারের নেত্রী অং সাং সুচি রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে কতটুকু করতে পারবেন, আমি জানিনা। কিন্তু তিনি অবশ্যই বুঝবেন এই রোহিঙ্গা শরণার্থীদের দেশ মায়ানমার। তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। রোহিঙ্গারা তার জনগণ এ বিষয়টি সুচিকে স্বীকার করতেই হবে।

প্রধানমন্ত্রী বলেন, তার জীবনের বেশিরভাগ সময় গণতন্ত্রের জন্যে সংগ্রাম করেছেন। তবে এখনো সামরিক বাহিনী সেখানে সর্বেসর্বা। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ গরিব হতে পারে কিন্তু রোহিঙ্গাদের পাশে মানবিকভাবেই তার দেশ দাঁড়িয়েছে। মায়ানমার আমাদের প্রতিবেশি। লাখ লাখ মানুষ সেখান থেকে উচ্ছেদ হয়ে আমাদের দেশে আসছে। আমরা তাদের আশ্রয় দিয়েছি। আমাদের যা কিছু করা সম্ভব তাই করছি। যদি কেউ মনে করে এটা গুরুতর মানবিক সমস্যা। তাহলে তারা আমাদের পাশে আসতে পারে। যদি কেউ মনে না করে এই মানুষগুলো কি অসহায় অবস্থায় জীবন যাপন করছে। এই মানুষগুলো তাদের পাশে মানবিক হাত চাই। এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে বলার কিছুই নেই।

 

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ধনী দেশ না। আমাদেরই এখন ১৬ কোটি মানুষ। কিন্তু আমাদের দেশের আয়তন খুব কম। এরপরেও আমরা ১৬ কোটি মানুষকে খাওয়ানোর পাশাপাশি নয় থেকে ১০ লাখ অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে খাবার ভাগাভাগি করে নিচ্ছি। যদি ১৬ কোটি মানুষকে আমরা খাওয়াতে পারি তো কয়েক লাখ মানুষকে আমরা খাওয়াতে পারব। আমরা, আমাদের দেশের সব মানুষ ইতিমধ্যেই তা করছে। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা তা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন যা করা দরকার, আন্তর্জাতিক বিশ্বকে মায়ানমারের উপর চাপ প্রয়োগ করে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা উচিত।