সিলেটবুধবার , ২০ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের সহায়তায় দেড় কোটি মার্কিন ডলার দেবে সৌদি আরব

Ruhul Amin
সেপ্টেম্বর ২০, ২০১৭ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সৌদি বাদশাহ দেড় কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেবে।

এটি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণর্থীদের জন্য সৌদি আরবের পক্ষ থেকে সহায়তার প্রথম ঘোষণা। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র বাত দিয়ে বাসসের এক প্রতিবেদনে এখবর জানা যায়।

খবরে জানায়, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ ‘গণহত্যা ও নির্যাতনের কারণে’ মিয়ানমার থেকে পলায়নপর রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেড় কোটি মার্কিন ডলার বরাদ্দের আদেশ দিয়েছেন।

 

এদিকে সৌদি গেজেট এর অনলাইন সংস্করণে জানায়, কিং সালমান সেন্টার পর রিলিফ আ্যান্ড হিউম্যানিটারিয়ান ওয়ার্কের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল-রাবিয়া এ ঘোষণা দেন।

রাবিয়ার উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের সংবাদপত্রটিতে বলা হয়, ‘রোহিঙ্গাদের অবস্থা মূল্যায়নের জন্য সেন্টারের একটি বিশেষায়িত টিম কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে।’

তিনি বলেন, টিমটি ত্রাণ, মানবিক সহায়তা ও আশ্রয় সহায়তা দেয়ার জন্য রোহিঙ্গাদের জরুরি প্রয়োজন নিরূপণ করবে।