সিলেটমঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের জন্য প্রস্তুত হচ্ছে ভাসান চর

Ruhul Amin
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক :

মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে আসা লাখ লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিলেও তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের কথা ভাবছে সরকার। নোয়াখালীর অদূরে জেগে ওঠা ‘ভাসান চরে’ তাদেরকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়াশিংটনে সফররত প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চরটি জালিয়ার চর, ঠ্যাঙ্গার চর নামে পরিচিত হলেও তিনি ‘ভাসান চর’ নামটা পছন্দ করেছেন। এই নামেই চরটির নামকরণ করা হবে এবং সেখানেই অসহায় রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর বাংলাদেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি এখন অনেকটাই চূড়ান্ত। ইতোমধ্যে চরটিতে কাজ শুরু করেছে সরকারি বিভিন্ন সংস্থার লোকেরা। চরটি বসবাসের উপযোগী করে তোলার পর সেখানে নেয়া হতে পারে রোহিঙ্গাদের।

গত কয়েক দিনে নির্যাতনের মুখে বাংলাদেশে এসেছে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা। এর আগেও প্রায় চার রাখ রোহিঙ্গা বিভিন্ন সময় বাংলাদেশে আসে এবং কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে অবস্থান করছে। ‘ভাসান চরে’ তাদের সবার পুনর্বাসনের ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে।