সিলেটশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের পাশে বেগম খালেদা জিয়া

Ruhul Amin
অক্টোবর ২৮, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান চেয়ারপারসনের বাসভবন থেকে কক্সবাজারের পথে রওয়ানা হন।

সফরপূর্ব বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  পুলিশের মহাপরিদর্শক আমাদের আশ্বস্ত করেছেন যে, তারা চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করবে এবং পথিমধ্যে সব ধরনের সহযোগিতা করবে। একই সঙ্গে সরকারও সবধরনের সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন,  দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া বিদেশ থেকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, রোহিঙ্গাদের দেখতে যাবেন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। সেই লক্ষে তিনি আজ সফর করছেন। তার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে আশার সৃষ্টি করেছেন।

চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকবে। এই ব্যপারে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলুসহ দলের সিনিয়র নেতারা চেয়ারপারসনের সঙ্গে সফরে যোগ দেন।