সিলেটসোমবার , ১৮ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেরুজালেম: ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

Ruhul Amin
ডিসেম্বর ১৮, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন’র ডাকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে শনিবার ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের অন্তত ৩৫টি মুসলিম সংগঠন এ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করে তাতে অংশ নেয়।

বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয়ার পাশাপাশি তার এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানায়। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডের পাশাপাশি ফিলিস্তিনের ৫০ মিটার পতাকা শোভা পাচ্ছিল।

বিক্ষোভকারীরা বলেন, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী এবং ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত যুদ্ধ শুরুর শামিল।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে ইহুদি লেখক মিকু পেলেড, যুদ্ধবিরোধী খ্রিষ্টান পাদ্রি গ্রিলান হেগলার এবং ওয়াশিংটন মসজিদুল ইসলামের ইমাম আব্দুল আলিম মূসা বক্তব্য রাখেন। তারা সবাই পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার তীব্র নিন্দা জানান।

বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও গত ৬ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পবিত্র স্থান জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেয়া হবে বলে জানান। এরপরই বিশ্ব মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেন।