সিলেটমঙ্গলবার , ৯ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে ছোট করতে চান না ত্রাণমন্ত্রী মায়া!

Ruhul Amin
জানুয়ারি ৯, ২০১৮ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণে সরকার পর্যাপ্ত উদ্যোগ নিয়েছে দাবি করে এ বিষয়ে বেসরকারি উদ্যোগ নিতে আহ্বান জানাতে রাজি নন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রীর কাছে এই আহ্বান মানসম্মানের বিষয়।

চলমান শৈত্যপ্রবাহে সরকারের মানবিক সহায়তার বিষয়ে জানাতে মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন মায়া। এ সময় তিনি এসব কথা বলেন।

সরকার বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণে আহ্বান জানাবে কি না-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘শৈত্যপ্রবাহে আমি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আহ্বান জানিয়ে নিজেকে ছোট করতে চাই না।’

এ সময় বেসরকারি খাতে যারা শীতবস্ত্র বিতরণ করেন তারা চলতি বছর এখনও সহায়তা শুরু না করায় সমালোচনাও করেন মায়া। বলেন, ‘আপনারা জানেন প্রতিবছর বিভিন্ন ব্যাংক, বিমা, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবার তা করা হচ্ছে না। হয়ত শীত চলে গেলে তারা শীতবস্ত্র নিয়ে হাজির হবে।’

‘বেসরকারি উদ্যেগে শীতবস্ত্র যারা বিতরণ করে তারা হয়ত এবার বুঝতেই পারেনি এতো শীত শুরু হবে।’

কিছু ‘ক্ষমতাবিলাসী রাজনীতিক’ শীতার্ত মানুষের পাশে না দাঁড়িয়ে ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দিচ্ছেন বলেও মন্তব্য করেন মায়া। তাদেরকে ‘মায়াকান্না’ না করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেও আহ্বান জানান তিনি।

শীতবস্ত্রের অভাবে কেউ মারা যায়নি-মন্ত্রীর এমন দাবির পর পাবনায় ছয় জনের মৃত্যুর কারণ জানতে চান একজন সাংবাদিক। এ সময় মন্ত্রী বলেন, ‘তারা কেউই শীতে মারা যায়নি। তারা কোনো না কোনো অসুস্থতার জন্য মারা গেছেন।’