সিলেটশনিবার , ১৯ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নেতৃত্ব ছাড়ার বক্তব্য প্রহসন: রিজভী

Ruhul Amin
মে ১৯, ২০১৮ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

নতুন নেতৃত্ব বাছাই করতে আওয়ামী লীগের নেতাদেরকে দলীয় প্রধান শেখ হাসিনা যে অনুরোধ করেছেন, তাকে প্রহসন বলেছেন রুহুল কবির রিজভী।

শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

২০১৬ সালের অক্টোবরে জাতীয় সম্মেলনের সময় তাকে বাদ দিয়ে অন্য কাউকে সভাপতি করার অনুরোধ করেছিলেন শেখ হাসিনা। কিন্তু কাউন্সিলররা তাকেই নির্বাচিত করেন। গত ১৭ মে দলীয় নেতাদের এক আয়োজনে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কাউকে নিয়ে ভাবার কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।

রিজভী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আবার মাঝে মাঝে দলীয় প্রধানের পদ ছেড়ে দেয়ার কথা বলেন, এটা শুধু হাস্যকরই নয়, এটি বছরের সেরা প্রহসন।’

‘ক্ষমতার সোনার হরিনের পেছনে ছুটতে প্রধানমন্ত্রীর কোনো ক্লান্তি নেই। যিনি জনসমর্থন ছাড়া ক্ষমতাকে যক্ষের ধনের মতো আগলে রাখেন তার কাছে গণতন্ত্র, ভোট, নির্বাচন কোনো অর্থই বহন করে না।’

দুর্বার আন্দোলনের হুমকি

সংবাদ সম্মেলনে সরকারকে দুর্বার আন্দোলনের ভয়ও দেখিয়েছেন রিজভী। বলেন, আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণমূলক করতে এবং দেশে গণতন্ত্র ‘ফিরিয়ে আনতে’ জনগণ প্রস্তুতি নিচ্ছে।

‘আমি আবারও দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই-দেশি-বিদেশি চক্রান্ত কাজ হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

দলের কর্মসূচি কেমন হবে সে কথা বলতে গিয়ে বিএনপি নেতা বলেন, ‘আন্দোলন সম্পর্কে বিশ্বনন্দিত নেতা নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে বলতে চাই-আন্দোলন সহিংস হবে, নাকি অহিংস হবে তা নির্ভর করে সরকারের নীতির ওপর।’

বেগম খালেদা জিয়াকেও আন্দোলনের মাধ্যমেই মুক্ত করার কথা বলেন রিজভী। বলেন, ‘বেগম খালেদা জিয়াবিহীন নির্বাচন এদেশে হবে না, হতে দেওয়া হবে না।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়াকে গত ১৭ মে জামিন দিয়েছে আপিল বিভাগ। কিন্তু তার মুক্তি আটকে আছে। কারণ, আরও তিনটি মামলায় গ্রেপ্তার আছেন তিনি। সেসব মামলাতেও জামিন পেতে হবে।

রিজভী বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর এখনও বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না সরকার। বরং নতুন নতুন জামিনযোগ্য মামলায় তাকে আটকানো হচ্ছে। যা সম্পূর্ণ অন্যায় ও ন্যায় বিচারের পরিপন্থী। তিনি যেসব মামলায় অতীতে জামিনে ছিলেন সেসব মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।’

‘পবিত্র মাহে রমজানেও তার ওপর সর্বোচ্চ জুলুম চলছে। বিএনপি চেয়ারপারসনকে তিলে তিলে শেষ করে দিতেই শেখ হাসিনার নির্দেশে জামিনযোগ্য মামলায় তাকে জামিন দেওয়া হচ্ছে না।’

‘আওয়ামী সরকার নানা ফন্দি-ফিকির করছে কিভাবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে আবারও ২০১৪ এর ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন করা যায়।’

পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

রোজায় বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যস্থ হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেছেন, দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ‘বাজার নিয়ন্ত্রণে ১২টি সংস্থাকে নাকি সরকার নিয়োগ দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন সিন্ডিকেটের দৌরাত্মে এসব সংস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

চলতি বছর রোজায় চাহিদা বাড়ে এমন বেশিরভাগ পণ্যের দাম গত বছরের চেয়ে কম বলে জানিয়েছে করেছে সরকার। আর যেন অতিরিক্ত চাহিদা তৈরি না হয় সে জন্য রোজার বাজার একসঙ্গে না করে ধাপে ধাপে করার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও জানিয়েছেন এবার চাল, ডাল, ছোলা, বুট, বেসন, গরুর মাংসের দাম গত বছরের চেয়ে কম।

রিজভী বলেন, ‘ঢাকা শহরে জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেড়েছে। গ্যাস অধিকাংশ সময়ই থাকে না। যদিও কখনও আসে তাতে আগুন ধিকিধিকি করে জ্বলে, এতে রান্না দূরে থাক, পানিও গরম হয় না।’