সিলেটমঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তের বৈঠক

Ruhul Amin
জানুয়ারি ১৭, ২০১৭ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

jomiyot-ulama-islam copyডেস্ক রিপোর্ট :
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পৃর্ব নির্ধারিত সংলাপ সমাপ্ত হয়েছে। নির্ধারিত সময়ের আগেই জমিয়তের ১০ সদস্যের একটি দল বঙ্গভবনে প্রবেশ করেন।
মাগরিবের নামাজের সময় হলে নেতৃবৃন্দ বঙ্গভবনে নামাজ আদায় করে রাষ্ট্রপতি বৈঠকখানায় উপস্থিত হন। প্রায় ৩৫ মিনিটের বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দ নিরপেক্ষ নির্বাচন যাতে শক্তিশালী নির্বাচন কমিশনারের প্রস্তাব পেশ করলে রাষ্ট্রপতি এসে সম্মত প্রকাশ করে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়াও দেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয় জমিয়ত নেতৃবৃন্দের।
জমিয়তে উলমায়ে ইসলাম বাংলাদেশ এর ১০ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাহী সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, সিনিয়র সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগন্জী, সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভুইয়া, সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, মহাসচিব আল্লামা নূর হোসাইন ক্বাসিমী, সিনিয়র যুগ্ম মহাসসচিব সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক।