সিলেটবৃহস্পতিবার , ২ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ক্বওমী ও ফুলতলী অনুসারীদের দ্বন্ধ নিরসনে ঐকমত্য

Ruhul Amin
মার্চ ২, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  ছাতকে ক্বওমী পন্থী  ও ফুলতলী পীরের অনুসারীদের মধ্যে সংগঠিত অনভিপ্রেত দ্বন্ধ নিরসনে ঐকমত্য হয়েছেন দু’পক্ষ। গতকাল (১লা মার্চ) বুধবার রাতে জামেয়া মাহমুদিয়া সুবহানী ঘাটে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রাত ১ টায় সভায় উপস্থিত লোকজন সিলেটের ডাককে এ তথ্য জানিয়েছেন।
জামেয়ার মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনীর সভাপতিত্বে আয়োজিত সভায় আরো সিদ্ধান্ত হয়,ছাতকের উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে শীর্ষ উলামায়ে কেরাম ও স্থানীয় মুরুব্বিয়ান ঐকমত্য পোষণ করেন। এর জের ধরে যাতে আর কোন অনাকাংখিত ঘটনা ঘটতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে তারা প্রস্তুত রয়েছেন। ঐক্য প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণেও সিদ্ধান্ত হয় সভায়। রাত ১০ টায় এ সভা শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে। সংঘটিত ঘটনা নিয়ে কোন পক্ষেই যাতে উস্কানীমূলক বক্তব্য, বিবৃতি না দেয়া হয় সে ব্যাপারে সকলের প্রতি আহবান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মকন মিয়া চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি রেজাউল করিম জালালী, আনজুমানে আল ইসলাহ বাংলাদেশ এর মহা সচিব একে এম মনোয়ার আলী, আল ইসলাহ সিলেট মহানগর সভাপতি মোঃ শাহজাহান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজী, আলইসলাহ বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজির উদ্দিন পাশা, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আহমদ সগীর, হবিবপুর মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাকিম, বাংলাদেশ খেলাফত মজিলেসের প্রশিক্ষণ সম্পাদক আরিফুল হক ইদ্রিস, মহানগর আল ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার ছাতকে ক্বওমী পন্থী  ও ফুলতলী পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হন। তথ্যসুত্র: সিলেটের ডাক।