সিলেটবুধবার , ৮ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কেমুসাসের বইমেলা শুরু ২০ মার্চ, সাংবাদিকদের সাথে মতবিনিময় বৃহস্পতিবার

Ruhul Amin
মার্চ ৮, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান‌ ‌ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দশম বইমেলা সফলের লক্ষ্যে (৯মার্চ ০১৭) বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় সিলেট দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অফিসকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে প্রিন্ট মিডিয়া, ওনলাইন মিডিয়া ও ইলেক্ট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিদেরকে উপস্থিত হয়ে মতামত দিয়ে বইমেলাকে সফল ও সার্থক করার পথে সাহায্য করার জন্য বইমেলা উপকমিটির সদস্য সচিব সৈয়দ মবনু অনুরোধ করেছেন।
——বইমেলা কর্মসূচি———
১. ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত দশম কেমুসাস বইমেলা চলবে।
২. দশম বইমেলা উৎসর্গ করা হবে কেমুসাসের সাবেক সভাপতি মরহুম আমীনুর রশীদ চৌধুরীকে।
৩. বইমেলা সফলের লক্ষ্যে ১৮ মার্চ বাদ আসর কেমুসাস প্রাঙ্গত থেকে একটি প্রচার র‌্যালী বের হবে।
৪. প্রতিদিন বিকলা ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
৫. ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন বইমেলার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রকাশনা উৎসব চলবে।
৬. মেলায় অংশগ্রহণকারি প্রত্যেক স্টল এককালিন ২০০০ (দুই হাজার) টাকা ফিস জমা দিতে হবে।
৭. অংশগ্রহণকারি প্রকাশনা সংস্থাগুলো লটারীর মাধ্যমে স্টল বরাদ্দ পাবেন।
৮. বইমেলাস্থলে বইয়ের প্রকাশনার জন্য ১৫ শ টাকা ফি দিতে হবে। অবশ্য যারা কেমুসাস বইমেলাকে কেন্দ্র করে বই বের করবেন তাদের জন্য ফি ৭০০টাকা মাত্র। যারা আগে নগদ বুকিং দেবেন তারা অগ্রাধিকার ভিত্তিতে অনুষ্ঠানের সুযোগ পাবেন।
৯. দশম বইমেলা উদ্বোধন করবেন কেমুসাসের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী