শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

রাষ্ট্রীয়ভাবে কুরআন-সুন্নাহর আইন বাস্তবায়নে যুবসমাজের জাগরণ অপরিহার্য—মাওলানা ইউসুফী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর মহানগর যুব জমিয়তের কাউন্সিলে বক্তারা বলেছেন, দেশের রাষ্ট্রীয় কাঠামো ও নীতিতে কুরআন-সুন্নাহর আইন প্রতিষ্ঠা শুধু ধর্মীয় দাবি নয়, বরং জাতীয় দায়িত্ব ও মুক্তির পথ। দীর্ঘদিনের ইসলামী আন্দোলন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় জমিয়ত এ লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তিনি বলেন, “রাষ্ট্রীয়ভাবে কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবকদের জাগরণ ছাড়া ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুব জমিয়তের সভাপতি আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন মুফতি মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন জমিয়তের সহ-সাংগঠনিক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা কাউসার আহমদ প্রমুখ।

মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া বলেন, “যুব সমাজই হলো জাতির প্রধান শক্তি। ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা অপরিহার্য। রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় অবক্ষয় ও মূল্যবোধহীনতার এই সময়ে যুবকদের সচেতন, সংগঠিত ও আদর্শবান হয়ে এগিয়ে আসতে হবে।”

বক্তারা আরও বলেন, যুবসমাজকে কেবল স্লোগান নয়, বরং চিন্তা, দাওয়াত, সেবামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। তাদের আদর্শিক ও নৈতিক প্রশিক্ষণের মাধ্যমেই একটি ইসলামি রাষ্ট্রব্যবস্থার ভিত্তি তৈরি হবে।

এ সময় ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মুফতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুল মুত্তাকীন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews