সিলেটবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুফতী ওলীউর রহমানকে নিয়ে কটুক্তিমুলক পোস্ট প্রত্যাহারের আহবান

Ruhul Amin
এপ্রিল ৬, ২০১৭ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের সর্বজনশ্রদ্ধেয় আলেম, জামেয়া মদীনাতুল উলুম দারুসসালাম খাসদবীর সিলেট এর স্বনামধন্য মুহতামিম ও শায়খুল হাদীস হযরত মাওলানা হাফিজ মুফতী ওলীউর রহমানকে নিয়ে জনৈক প্রবাসী আরিফ রব্বানী কর্তৃক ফেসবুকে কটুক্তিমুল স্ট্যাটাসের তিব্রপ্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জামেয়া আমিনিয়া মংলিপাড় সিলেটের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। আজ (৬ এপ্রিল) পিন্সিপাল মাহমুদুল হাসান এক বিবৃতিতে অবিলম্বে কটুক্তিমুলক পোষ্ট প্রত্যাহারের আহবান জানান। এব্যাপারে মাহমুদুল হাসান তার আইডি থেকে একটি পোষ্ট দিয়েছেন। সিলেট রিপোটৃ এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:   মাওলানা আরিফ রব্বানী কে “মুফতী ওয়ালীউর রহমান সাহেব” সম্পর্কে তোমার মিথ্যা বানোয়াট ও বেআদবী পুর্ণ বক্তব্য প্রত্যাহারের আহবান জানাচ্ছি।
—————————————————————
গতকাল ৫ এপ্রিল ফেইসবুকে হযরত দয়ামিরী হুযুর রহঃ র ছেলে লন্ডন প্রবাসী মাওলানা আরিফ রব্বানীর একটি লেখা পড়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ি,ঐতিহ্যবাহী জামেয়া মদীনাতুল উলুম দারুসসালাম খাসদবীর সিলেট এর স্বনামধন্য মুহতামিম ও শায়খুল হাদীস হযরত মাওলানা হাফিজ মুফতী ওলীউর রহমান সাহেব কে “মুখোশধারী শয়তান এবং উসামা বিন লাদেনের সহচর” ইত্যাদী গাজাখুরী বক্তব্য দিয়ে আরিফ রব্বানী তার আইডি থেকে একটি স্টেটাস দিয়েছে।তার দাবী মুফতি সাহেব নাকি তার পিতা মরহুম হযরত দয়ামিরী হুযুর রহ.কে তার নিকট প্রেরিত চিঠির মধ্যমে গালি গালাজ করেছেন।লেখাটি পড়ে রীতিমত আতকে উঠি,আরিফ তো দয়ামিরী হুযুরের ছেলে সে কি কারণে এত নির্লজ্জ পথ বেছে নিল?মুফতি সাহেব কি সত্যিই তারঁ উস্তাদে মুহতারাম দয়ামিরী হুযুর রহ.কে গালি দিয়েছেন?প্রকৃত ঘটনা কি?এসব বিষয়ে ভাবতে ভাবতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দারুসসালাম যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ ৬ এপ্রিল দারুসসালাম গেলাম গিয়ে প্রকৃত ঘটনার বিবরণ পেলাম।মাওলানা আরিফ রব্বানী কে দারুসসালাম মাদরাসার নাইবে মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়ার পর বিভিন্ন কারণে তাকে এ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়, যার বিস্তারিত বিবরণ নিম্নের ১-৩ পৃষ্টার এই চিঠিতে উল্লেখ আছে।
আরিফ রব্বানী মাদরাসার রশীদ বই চেয়ে মুফতি সাহেবের নিকট একটি চিঠি প্রেরণ করলে মুফতি সাহেব দাঃ বাঃ তাকে উত্তর দিয়ে আরেকটি চিঠি প্রেরণ করেন যা আমার এই পোষ্টের ৪ নং পৃষ্ঠায় উল্লেখ উল্লেখ আছে, কই এখানে তো কোন গালি খুজে পেলাম না,তাছাড়া মুফতী ওলীউর রহমান তো নামে এবং কাজে ওলীআল্লাহ,এদেশের অসংখ্য মুহাদ্দিস মুফাসসির আলেম উলামার উস্তাদ।তারঁ সম্পর্কে মিথ্যা বানোয়াট এবং কল্প কাহিনী সাজাতে তোমার বিবেক নামক বস্তুটি কি একটু ও নাড়া দিলনা?আরিফ রব্বানী তুমি দয়ামিরী হুযুরের ঔরসজাত সন্তান আর আমরা ও হুযুরের রুহানী সন্তান,শুধু তাই নয় আজ সমাজে যতটুকু পরিচয় বহন করছি তা সবটুকু দয়ামিরী হুযুরের অবদান,মুফতি সাহেবের অবদান,উস্তাদদের শানে বে আদবী করলে পরিনতি হয় অত্যন্ত ভয়াবহ।তুমি ছোট ভাই হিসেবে তোমাকে আহবান করছি মুফতি সাহেব সম্পর্কে তোমার মিথ্যা বনোয়াট ও বে আদবী পুর্ণ বক্তব্য অভিলম্ভে প্রত্যাহার করো।আল্লাহ তোমাকে সুমতি দান করুন।
মাওলানা মাহমুদুল হাসান
৬ এপ্রিল ২০১৭ ইং