শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

সিলেটে শিক্ষার্থী আজমানের মৃত্যুতে সহপাঠীদের বিক্ষোভ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদের (২০) মৃত্যুকে ঘিরে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। রোববার (২১ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করে এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানায়।

সহপাঠীদের অভিযোগ, আজমানের মৃত্যুর পেছনে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকের অযথা চাপ ও আচরণ দায়ী। এ ঘটনার বিচার দাবিতে তারা ১০ দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে রয়েছে—

মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি,

উপাধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের পদত্যাগ,

শিক্ষার্থীদের হেনস্তা ও মানসিক চাপে রাখা বন্ধ,

পরীক্ষার রুটিন ও নীতিমালায় শিক্ষার্থীদের মতামত প্রতিফলন,

ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা ইত্যাদি।

অভ্যন্তরীণ অস্থিরতা এড়াতে শনিবার কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে রোববারের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিকালে নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার বাসা থেকে আজমান আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার বাসিন্দা রাশেদ আহমেদের ছেলে। পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews