গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুরুল হক নুর সিঙ্গাপুরের খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, শুরুতে নুরুল হক নুর বিদেশে না গিয়েই দেশের চিকিৎসাব্যবস্থার ওপর ভরসা রেখে চিকিৎসা নিচ্ছিলেন। তবে গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ মূল্যায়নে জানায়, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই দলের পক্ষ থেকেও তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নুরুল হক নুর সবসময় দেশের চিকিৎসক ও চিকিৎসা অবকাঠামোর ওপর আস্থা প্রকাশ করেছেন। কিন্তু বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনে বোর্ডের পরামর্শে তাকে বিদেশে নিতে বাধ্য হতে হয়েছে।
দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নুরুল হক নুর দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।