শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে অবরোধে সহিংসতা, গুইমারার রামেসু বাজারে অগ্নিকাণ্ড

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ডাকা অবরোধ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রবিবার দুপুরে অবরোধ চলাকালে রামেসু বাজারে আগুন দেওয়া হয়, যাতে একাধিক দোকান ও কিছু বসতঘর পুড়ে যায়। কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

অবরোধকারীরা সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং গুলির শব্দ শোনা যায়। এ সময় অন্তত ছয়জন আহত হন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, গুরুতর আহতদের মধ্যে তিনজন মারা গেছেন।


ঘটনার সময় বাজারে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে লোকজন বাজার ছেড়ে পালিয়ে যায়। পরে মুখোশধারী প্রায় ২০–২৫ জন সেখানে ঢুকে লুটপাট চালায় এবং দোকান, বসতঘর ও মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাজারের দোকানপাট ও বাইরের কাঠামো আগুনে জ্বলছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে দুপুরে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, একটি পক্ষ পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তিনি সকল জাতিগোষ্ঠীকে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের আহ্বান জানান।

বর্তমানে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ এবং মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews