সিলেটবুধবার , ২৬ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শায়খ জিয়া উদ্দীনের সম্মানে ইকরা ফাউন্ডেশন ইউকের সংবর্ধনা

Ruhul Amin
এপ্রিল ২৬, ২০১৭ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  ইকরা ফাউন্ডেশন ইউকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্য সফররত জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর বিয়ানীবাজার, সিলেট-এর প্রিন্সিপাল মাওলানা শায়খ জিয়া উদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ এপ্রিল মঙ্গলবার বিকেল ৭ টা থেকে লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত সংর্বধনায় সভাপতিত্ব করেন  মাওলানা মোস্তফা আহমদ।
ইকরা ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি সাদিকুর রাহমান ও মাও. ময়নুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় শুরুতে আল কোরআন থেকে ইংলিশ অনুবাদসহ তেলাওয়াত করেন হাফিজ মাও. মোশতাক আহমদ। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসা যেসব এলাকা নিয়ে প্রতিষ্ঠিত সেসব এলাকার বৃটেন প্রবাসী ধর্মপ্রাণ মুরব্বি ও যুবকবৃন্দ এবং জামিয়া পড়ুয়া আলেমদের বিপুল উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে। এছাড়া বৃটেনের গণ্যমান্য আলেমগণও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাও. আশফাকুর রাহমান। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আলহাজ আবদুল মালিক(হামিদ মিয়া), আলহাজ আব্দুল আলিম (ফজলু), মাও. কাওসার আহমদ, মাও. জসিম উদ্দিন, মাও. মাহফুয আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ যিয়া উদ্দিন এলাকাবাসীকে মাদরাসার সাহায্যে এগিয়ে আসতে আহবান জানান। তিনি দ্বীন সংরক্ষণে কওমি মাদরাসাগুলোর বিশেষ অবদানের কথাও তুলে ধরেন। তাছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাও. জমশেদ আলি, মাও. আবদুল করিম, মুফতি সদর উদ্দিন, আলহাজ ফারিস উদ্দীন, আলহাজ জুবের আহমদ, আলহাজ বদর উদ্দীন, আলহাজ কয়েছ আহমদ, আলহাজ নজির উদ্দীন, মাও. সোলায়মান, মাও. মামনুন মহি উদ্দিন, মাও: আশরাফ আলী,মাও: ফুজাইল আহমদ,মাও: ছালেহ আহমদ, মাও: রায়হান হোসাইন, হাফিজ আব্দুল করিম, মাও: ছাদিকুর রাহমান,জনাব ফয়ছল আহমদ, জনাব জমিল আহমদ, আলহাজ শাহেদ আহমদ, মৌলভী শামিম আহমদ,জনাব রুহুল আলম,আলহাজ আব্দুল আহাদ, আলহাজ ছালাউর রাহমান, আলহাজ ফয়জুর রাহমান, মাও: জহির উদ্দীন, জনাব শাহিন আহমদ. জনাব মোহাম্মদ জাকারিয়া, জনাব সেলিম আহমদ,আলহাজ আকবর হোসাইন প্রমুখ।