সিলেটবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইউকে ক্যামডেনে মিরাজুন্নবী (সাঃ) পালিত

Ruhul Amin
এপ্রিল ২৭, ২০১৭ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  আনজুমানে আল ইসলাহ ইউকে ক্যামডেন এবং ইজলিংটন শাখার উদ্যোগে পবিত্র মি’রাজুন্নবী (সা:) উপলক্ষ্যে গত শনিবার স্হানীয় সুরমা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শাখার প্রেসিডেন্ট আলহাজ্জ জনাব রফিকুল ইসলাম (রেনু মিয়া)।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ বাংলাদেশের কেন্দ্রীয় মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সাহেব ।বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ব্রিকলেন জামে মসজিদের খতীব, আল-ইসলাহ ইউকে সহ-সভাপতি আল্লামা নজরুল ইসলাম সাহেব । সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশন -এর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ  আব্দুল কুদ্দুছ সাহেব, গ্রেটার লন্ডন ডিভিশনের সাংগঠণিক সম্পাদক মাওঃ আব্দুল জলিল সাহেব, মুফতী মাও আব্দুর রহমান নিজামী সাহেব। সভায় বক্তব্য রাখেন  মাওলানা সৈয়দ ইব্রাহীম হোসাইন , মাওলানা তাইজুল ইসলাম, মাওলানা ইমরান খাঁন , মাওলানা হাফিজ আব্দুল ওয়াহিদ সিরাজী , ক্যামডেন বারার সাবেক মেয়র জনাব আং কাদির প্রমুখ । মাহফিলে বিশিষ্ট মেহমানদের মধ্যে মাওলানা শাহ আব্দুল ওয়াদুদ, মাওলানা সেলিম উদ্দীন  ,মাওলানা আবুল হোসাইন , আলহাজ আং আজিজ সাহেব , মোং শামীম মিয়া , মোং  গোলাম মোস্তফা চৌধুরী , মোং কয়েছ আহমদ , হাজী ক্বারী আং আহাদ , মোং আং মতিন , আং রহমান মামুন , মোং শাহাজান আলী , মোহাম্মদ সেলিম উদ্দীন , মোং জুনেদ মিয়া সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল যৌথভাবে পরিচালনা করেন ক্যামডেন ও ইজলিংটন শাখার প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ শামীম উদ্দীন এবং সহ-সাধারন সম্পাদক মাওলানা মিফতাহুজ্জামান । মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ মোং ইমরান হোসাইন চৌধুরী ও হাফিজ আব্দুল আলীম শাহী । সব শেষে সভাপতির বক্তব্য এবং মিলাদ পাঠ এবং মুসলিম উম্মাহর কল্যানে মোনাজাত ও তাবারক বিতরনের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।