সিলেটবুধবার , ৭ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞান অন্বেষণের মূল জায়গা হচ্ছে পাঠাগার: এ.কে.এম মনোওর আলী

Ruhul Amin
জুন ৭, ২০১৭ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মুফতি এ.কে.এম মনোওর আলী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ক্লাস ভিত্তিক শিক্ষার পাশাপাশি পাঠাগারের শিক্ষাকে তাদের সরকার যেভাবে গুরুত্ব দিয়ে থাকে বাংলাদেশ সরকার তার গুরুত্ব দিলে জাতি উপকৃত হত। যেখানে বই পুস্তক থাকে সেখান থেকে লেখক, গবেষক সৃষ্টি হয় বিধায় পাঠাগার হচ্ছে জ্ঞান অন্বেষণের মূল জায়গা। বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথের কালিগঞ্জ আনজুমান পাঠাগার আয়োজিত স্থানীয় আল ইশ্বার্দ লতিফিয়া দাখিল মাদ্রাসার কনফারেন্স হলে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাঠাগার সভাপতি মোঃ আলতাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান’র পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য দেন আল ইশ্বার্দ লতিফিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বশির উদ্দিন আহমদ, সহ সুপার মাওলানা আবুল কালাম আজাদ, আনজুমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুমিন, প্রতিষ্ঠাতা সদস্য কবি মাহফুজুল ইসলাম নমির। আজাদুল ইসলাম’র কোরআন তেলাওয়াত ও মাহফুজুর রহমান ইমনের না’তে রাসূল (সঃ) পরিবেশনের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন আবুল কাসেম।  এসময় উপস্থিত ছিলেন আজিজুর রহমান, ফখরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।