সিলেটরবিবার , ১১ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছিন্নমূল মানুষের মধ্যে যুব জমিয়তের ইফতার বিতরণ

Ruhul Amin
জুন ১১, ২০১৭ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার উপকরণ বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
রোববার বাদ আছর বন্দরবাজারস্থ আল ফালাহ টাওয়ারের সামনে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও সিলেট জেলাসোধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলনা জয়নুল আবেদীন, সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা খয়রুল হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাওলানা মুহাম্মদ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা সদরুল আমীন, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, শ্রম সম্পাদক মাওলানা মাসউদ আজহার, তথ্য প্রযুক্তি সম্পাদক মাওলানা কবির খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন, সাহিত্য সম্পাদক মুহি উদ্দিন মাসুম, শিহাব উদ্দিন খান, মাওলানা আমিনুর রশিদ, সালমান বিন বিলাল, কে.এম তাহমিদ হাসান, শামসুল ইসলাম, জামাল উদ্দিন, রাইয়ান উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির মাওলানা আতাউর রহমান বলেন, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। রমজান মাসকে একটি বছরের প্রশিক্ষণ মাস হিসেবে বলা হয়েছে। তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে ও দুস্থ দরিদ্র মানুষের সহযোগিতায় কাজ করতে হবে। আদর্শ সমাজ প্রতিষ্ঠা ছাড়া দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। ধনী-গরীবের ব্যবধান কমাতে মাহে রমজান উজ্জ্বল দৃষ্টান্ত।