সিলেটশনিবার , ১৭ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ‘বাতায়ন’র সাপ্তাহিক আসর ও ইফতার সম্পন্ন

Ruhul Amin
জুন ১৭, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

.সিলেট রিপোর্ট: শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’র উদ্দোগে ‘বদর দিবসের আলোচনা, ইফতার মাহফিল ও ৩৪ তম ধারাবাহিক সাপ্তাহিক আসর ১৬ জুন দরবস্ত বাজারস্থ বাতায়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। বাতায়ন পরিচালক রাসেল আহমদ মাহফুজের সভাপতিত্বে ও বিজ্ঞান বিভাগীয় পরিচালক মুশাহিদ আলী, সংস্কৃতি বিভাগীয় পরিচালক আবু মাসরুর ও বাতায়ন পাঠাগার উপপরিচালক লুৎফুল করীম রাজ্জাকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে তেলাওয়াত করেন সাহিত্য বিভাগীয় উপপরিচালক মুজিবুর রহমান। সংগীত পরিবেশেন করেন বাতায়ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিচালক তারিফ বিন নূর ও কিশোর শিল্পী রেজওয়ানুল করীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওলানা ওলিউর রহমান, বিএনপিনেতা বাহারুল আলম বাহার চেয়ারম্যান, শিক্ষাবিদ গুলজার সিরাজী, বিশিষ্ট মুরব্বী আব্দুল হক, জমিয়তনেতা মাওলানা কবির আহমদ, যুবলীগনেতা কুতুব উদ্দীন, হাফিজ মাসউদ আজহার, মাওলানা রজব আলী, হাফিজ জয়নুল আবেদীন ডালিম, ফজলে রাব্বী আফজল সাজু, মনসুর আহমদ, মুকুল আহমদ, লোকমান উদ্দীন, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বদরের চেতনায় আবারো জেগে ওঠার আহ্বান জানিয়ে বলেন- ইসলামী বিশ্ব আজ যেনো রণক্ষেত্র। ট্রাম্পীয় আক্রমণে অস্থির মধ্যপ্রাচ্য। যেন মহাপ্রলয়ের ঠিক আগমুহূর্তে অবস্থান করছে পৃথিবী। বর্তমান বিশ্বপরিস্থিতি বলছে অচিরেই কিছু একটা ঘটতে যাচ্ছে। মার্কিন-কুরিয়ার মারমুখো অবস্থান সেই অাশঙ্কাকে আরো শক্তিশালী করছে। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহর প্রতিটি ঘরে ঘরে বদর দিবেসের আলোচনা হওয়া উচিত। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন বদরের চেতনায় জাগ্রত ঈমানদার একঝাক মরদে মুমিন। যুগ-চাহিদাকে বুঝতে পেরে এমন একটি প্রোগ্রাম উপহার দেওয়ায় বাতায়নকে ধন্যবাদ জানান অতিথিরা।
মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আলা উদ্দীন, রশিদ আহমদ, জহির আহমদ বাবর, সব্বুর আহমদ, আব্দুল কুদ্দুছ, সহিদুর রহমান নাঈম, তানহার উদ্দীন, ফয়সল আহমদ, ফয়েজ আহমদ, আব্দুল্লাহ, গোলাম কিবরিয়া, আব্দুল্লাহ আল মাহফুজ প্রমুখ