সিলেটবৃহস্পতিবার , ৬ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার জায়গা হস্তান্তর

Ruhul Amin
জুলাই ৬, ২০১৭ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থাকে ৫ শতাংশ সরকারি খাস জায়গা হস্তান্তর করেছেন জেলা প্রশাসন।

আজ বেলা ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজ রোডের পূর্ব সুলতানপুর এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান আনুষ্ঠানিক ভাবে ২২৫ জন প্রতিবন্ধী সদস্যদের নিয়ে সুনামগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুর রাজ্জাকের কাছে এই জায়গা হস্তান্তর করেন।

হস্তান্তর শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সমাজের অন্যান্য আরো ১০ জনের মত করে প্রতিবন্ধী লোকেরা বাঁচবে। তাদের জীবনমান এগিয়ে যাওয়ার জন্য সরকারও বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য করছেন। যাতে প্রতিবন্ধী লোকেরা সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই লক্ষে এই ৫ শতাংশ জায়গা হস্তান্তর করা হল।

প্রতিবন্ধী লোকদের বেঁচে থাকার জন্য আর্থিক সাহায্য করার জন্য সমাজের বিত্তমান ব্যাক্তিদেরও এগিয়ে আসতে বলেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত প্রমুখ।