সিলেটমঙ্গলবার , ১ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা হবিগঞ্জী কে দেখতে গেলেন আল্লামা সৈয়দ আরশাদ মাদানী

Ruhul Amin
আগস্ট ১, ২০১৭ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ,শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী কে দেখতে মারকাজুল উলুম লন্ডনে আসলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, বিশ্ব বরণ্য আলেম, আল্লামা সৈয়দ আরশাদ মাদানী।
সোমবার ৩১ জুলাই বিকেল সাড়ে ৮টায় মারকাজুল উলুম লন্ডনে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী কে দেখতে আসেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা স্যাইয়্যেদ আরশাদ মাদানী।  এ সময় আল্লামা স্যাইয়্যেদ আরশাদ মাদানী তাঁর শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লামা হবিগঞ্জী তাঁর অবস্থার কথা নিজেই বিবরণ দেন। অত্যন্ত আন্তরিকতার সহিত একে অপরের সাথে কুশলাদী বিনিময় করেন। প্রথম সাক্ষাতে আল্লামা হবিগঞ্জী কে দেখা মাত্র আল্লামা মাদানী বলেন কে বলছে আপনি অসুস্থ আপনাকে আরো ভাল লাগছে? তিনি বলেন চিন্তা করবেন না আপনি খুব তারাতারি পরিপুর্ন সুস্ত হয়ে উঠবেন ইনশাআললাহ। আল্লামা হবিগঞ্জী তাঁকে দেখতে আসায় আল্লামা মাদানীর শোকরিয়া আদায় করেন এবং তাঁর সফর সুচির খবর নিলেন। পরিশেষে আল্লামা হবিগঞ্জীর জন্য আল্লামা মাদানী সবাইকে নিয়ে দোয়া করেন। আল্লামা মাদানী আল্লামা হবিগঞ্জী কে বাংলাদেশে দেখা হবে কথা হবে বলে তাঁর কাছ থেকে বিদায় নেন।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আছগর হোসেন, বিশিষ্ট আলেম মাওলানা শায়খ তরিকুললাহ, মারকাজুল উলুম লন্ডনের প্রধান পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ,উপদেষ্টা আলহাজ শামছুজজামান চৌধুরী, উপদেষ্টা সৈয়দ ফররুখ আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা সৈয়দ হাসনুল ইসলাম,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আবদুল মজিদ, ট্রেজারার হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ,মুফতি মুতাহির,হাফিজ রশিদ আহমদ,হাফিজ সাদিকুল ইসলাম,মাওলানা খালিদ প্রমূখ।