সিলেটশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে

Ruhul Amin
আগস্ট ১১, ২০১৭ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জনসংযোগ শাখার কর্মকর্তা তারিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  দেশের প্রধান বিমানবন্দরে লাগা আগুন দুই ঘণ্টার আগেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। এই দুর্ঘটনায় উদ্বেগ ছড়ালেও খুব একটা কোনে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মীরা। 
বিমানবন্দরের একটি এয়ারলাইন্সের কার্যালয়ে আগুনের সূত্রপাতের খবর ছড়ালেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
অগ্নিকাণ্ডের পর পুরো বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে ছুটে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান।