সিলেটবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফ’র গুলিতে বাংলাদেশীর মৃত্যু বিজিবির চিঠি

Ruhul Amin
ডিসেম্বর ২১, ২০১৭ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  নওগাঁ জেলার পত্নীতলা সীমান্ত এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

জানা যায়, নওগাঁ জেলাধীন ধামইরহাট উপজেলার আমবাটি গ্রামের জনৈক গজিমুদ্দিনের পুত্র এরশাদ আলী (৩০) একজন মাদক ব্যবসায়ী। নিয়মিত ভারত থেকে ফেনসিডিল আনানেয়া করতো। এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর সে সীমান্ত পেরিয়ে ভারত যায়। ফেনসিডিল নিয়ে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের ভাতশালা ক্যাম্পের আওতাধীন ফতেপুর গ্রাম হয়ে বাংলাদেশে আসছিল। এ সময় দেখতে পেয়ে ভাতশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। বিএসএফ সদস্যরা তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কয়েকদিন খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার তার পরিচয় পায় বিজিবি।

তার পরিচয় নিশ্চিত হলে ১৪ বিজিবি’র পক্ষ থেকে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের কাছে লাশ ফেরত চেয়ে চিঠি দেয়া হয়েছে।