সিলেটবুধবার , ৯ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রতিদিনে মিথ্যাচারে হেফাজতের প্রতিবাদ

Ruhul Amin
মে ৯, ২০১৮ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বাংলাদেশ প্রতিদিনে মিথ্যাচারে প্রতিবাদ আজকের “বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় দেশের ঐতি্হ্যবাহী বৃহত্তম দীনি দরসেগাহ দারুল উলুম হাটহাজারীর আভ্যন্তরীন বিষয় এবং হেফাজতে ইসলামকে নিয়ে যে উদ্ভট নির্জলা মিথ্যাচার করে নিউজ প্রচার করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দারুল উলুম হাটহাজারী দেশের কওমী মাদরাসা সমূহের উম্মুল মাদারিস। এই মাদরাসার লেখা পড়ার উন্নতি, অগ্রগতির দিকে লক্ষ করে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা. নানুপুর মাদ্রাসা থেকে আল্লামা শেখ আহমদ সাহেবকে মুহাদ্দিস হিসেবে নিয়োগ দিয়েছেন।মাদরাসারর ভাল মন্দ দেখার দায়িত্ব মহাপরিচালক হিসেবে হুজুরের। হযরতের সময়োপযোগী সিদ্ধান্ত মাদরাসা জন্য কল্যাণকর। হেফাজতে ইসলাম দেশে সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। হেফাজতের নেতৃত্ব নিয়ে কোন মতবিরোধ নেই। আমিরে হেফাজত ও মহাসচিব মহোদয়ের ঐকমত্যের ভিত্তিতে সংগঠনের কর্মসূচী বাস্তবায়ন করা হয়। হেফাজতের মজলিসে শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন ও সদস্য নির্বাচন করা হয়, কারো একক ক্ষমতায় কিছু হয় না। সুতরাং বাংলাদেশ প্রতিদিন ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকা দু’টির রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আসল কথা হলো, আমীরে হেফাজত ও মহাসচিব এবং হাটহাজারী মাদরাসার সম্মানিত উস্তাদগণের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে মাদরাসার সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করার এক গভীর চক্রান্তে মেতে উঠেছে বাংলাদেশ প্রতিদিন ও সুপ্রভাত পত্রিকা। আমাদের মনে রাখতে হবে, হেফাজতের আন্দোলনে আল্লামা জুনাইদ বাবুনগরী মজলুম। তিনি গ্রেফতার হয়ে, রিমান্ডে নির্যাতন ভোগ করেছেন। মহাসচিব হিসেবে তিনি হেফাজতের নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন ইসুতে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে। সারা দেশের হেফাজত নেতাকর্মী ও আলেমসমাজ আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরী নেতৃত্বে ঐক্যবদ্ধ। এটা অনেকের সহ্য হচ্ছেনা। তাই কিছু কুচক্রীমহল আর বাম মিডিয়া মহাসচিবের সাথে আমীরে মুহাতারামের বিরোধ তৈরী করে হেফাজতের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে চাচ্ছে। এব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং এসব মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।